ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সিলেটের ১১ উপজেলায় নৌকার প্রার্থী যারা

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটের ১১ উপজেলায় নৌকার প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক, সিলেট : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের ১১ উপজেলায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে এসব উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের ১২২ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়নপ্রাপ্তরা হলেন- সদর উপজেলায় আশফাক আহমদ, দক্ষিণ সুরমায় মো. আবু জাহিদ, বিশ্বনাথে এস এম নুনু মিয়া, বালাগঞ্জে মো. মোস্তাকুর রহমান, কোম্পানীগঞ্জে মো. জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাটে গোলাম কিবরিয়া হেলাল, জৈন্তাপুরে লিয়াকত আলী, কানাইঘাটে আব্দুল মোমিন চৌধুরী, জকিগঞ্জে মো. লোকমান উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জে ইকবাল আহমদ চৌধুরী, বিয়ানীবাজারে আতাউর রহমান খান।

সিলেটের ১৩ উপজেলার মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলায় মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা আজ কেন্দ্রে পাঠানো হয়েছে। যে কারণে এ উপজেলায় একক প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

এ ছাড়া, ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন ২০১৭ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ায় মেয়াদ পূর্তির এখনো তিন বছর সময় রয়েছে। তাই এ উপজেলায় নির্বাচন হচ্ছে না বলেও জানান তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।



রাইজিংবিডি/সিলেট/১০ ফেব্রুয়ারি ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়