ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বইমেলায় নাজমুল হক ইমনের তিন বই

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় নাজমুল হক ইমনের তিন বই

রাইজিংবিডি ডেস্ক : একুশে বইমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে সাংবাদিক নাজমুল হক ইমনের নতুন তিনটি বই। ‘থ্রিডি ভূত’, ‘বিশুদ্ধ হাসি’ এবং ‘ফেইক’- প্রকাশ করেছে গ্রাফোসম্যান পাবলিকেশন। বইমেলার ৩৫৬-৩৫৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে নতুন বইগুলো।

শিশুদের জন্য মিষ্টি ভূতের দুষ্টু বই ‘থ্রিডি ভূত’। বইটির প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম রানা। দম ফাটানো হাসির গল্প দিয়ে সাজানো রম্য বই ‘বিশুদ্ধ হাসি’। বইটির প্রচ্ছদ করেছেন কার্টুনিস্ট মোরশেদ মিশু। এবং পরকীয়া প্রেমের গল্পে সংসারের টানাপোড়েন নিয়ে প্রকাশিত উপন্যাস ‘ফেইক’। বইটির প্রচ্ছদ করেছেন গুপু ত্রিবেদী। বই তিনটির দাম রাখা হয়েছে ১২০ টাকা। তবে মেলায় চলছে বইগুলোর ওপর ২৫% ছাড়।

লেখক ও সাংবাদিক নাজমুল হক ইমন বলেন, শিশুপাঠক গ্রন্থমেলার প্রাণ। আর তাই ছোটদের জন্য লিখতেই ভালো লাগে। প্রতিবারের মতো এবারো ছোটদের জন্য আমার দুটি বই রয়েছে। পাশাপাশি রয়েছে উপন্যাস। সহজ ভাষায় এবং পাঠকবান্ধব করার চেষ্টা করেছি বইগুলো।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়