ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘তাঁবুকাব্য’ নিয়ে গ্রন্থমেলায় তুষার কবির

তারা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তাঁবুকাব্য’ নিয়ে গ্রন্থমেলায় তুষার কবির

সাহিত্য ডেস্ক : প্রথম দশকের কবি তুষার কবির এবার অমর একুশে গ্রন্থমেলায় এনেছে তার বারোতম কবিতার বই ‘তাঁবুকাব্য’। বইটি প্রকাশ করেছে অগ্রদূত অ্যান্ড কোম্পানি। বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। বই প্রসঙ্গে তুষার কবির জানান ‘তাঁবুকাব্য’ বইটিতে পাঠক পৌঁছে যাবেন আরণ্যিক চিত্রকল্পের এক কুহকলাগা ভুবনে! তাঁবু ও জঙ্গলের নানা অনুষঙ্গের ইমেজ ও অ্যালিগরি ঘুরেফিরে এসেছে কবিতাগুলোতে। “জঙ্গলের গহিন ভিতরে একটা তাঁবুর জন্যে অপেক্ষা করছে আমাদের প্রেম”- এরকম আরও অদ্ভুত আর ঘোরলাগা পঙ্‌ক্তি রয়েছে বইটির কবিতাগুলোতে। ‘তাঁবুকাব্য’ বইটিতে পাঠক সম্মোহিত হবেন চিত্রকল্পের জ্যোতির্ময় আলোকছটায়; বইটি খুলে দিবে একটার পর একটা ইন্দ্রিয়সমূহের দরজা! ‘তাঁবুকাব্য’ পাওয়া যাবে বইমেলার ৫৮৮ নং স্টলে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়