ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বইমেলায় আমিনুল মোহায়মেনের প্রথম উপন্যাস

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় আমিনুল মোহায়মেনের প্রথম উপন্যাস

রাইজিংবিডি ডেস্ক : কাহিনিটা ব্যাংক কর্মকর্তা ইশতিয়াক ও তার বউ ইলার। শুরু হয়েছে টক ঝাল মিষ্টি দাম্পত্য প্রেম আর চেনা জানা শহুরে জীবনের রম্য ছবি দিয়ে। তারপর এক সময় পাঠককে আটকে ফেলে নিয়ে যায় এমন এক স্থানে যেখানে মধ্য বয়স সংকটের সাথে যুক্ত হয়েছে সমসাময়িক জাতীয় সংকট।

উপন্যাসটির ভাষা সহজ-সরল, বর্ণনাভঙ্গী চমৎকার, কাহিনির গতিময়তা অসাধারণ। অনেকেই না শেষ না করে উঠতে পারবেন না। লেখকের প্রথম উপন্যাস হলেও লেখার মুন্সীয়ানা রয়েছে।

অমর একুশে বইমেলায় (২০১৯) বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশন। বর্ণ বিন্যাসে যত্নের ছাপ স্পষ্ট। সুন্দর ও আকর্ষণীয় প্রচ্ছদ। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ১০৮ পৃষ্ঠা বইটির দাম ২৫০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়