ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মেক্সিকোই সীমান্তে দেয়াল নির্মাণের খরচ দেবে’

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫০, ১ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মেক্সিকোই সীমান্তে দেয়াল নির্মাণের খরচ দেবে’

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচিত হলে মেক্সিকো সীমান্তে যে দেয়াল নির্মাণের পরিকল্পনা করেছেন, তার ব্যয় পুরোটাই মেক্সিকো বহন করবে। বুধবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্স শহরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

 

এর মাত্র কয়েক ঘণ্টা আগে মেক্সিকো সফর শেষ করেছিলেন ট্রাম্প। তিনি সেখানে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে দেখা করেছেন। সাক্ষাৎ শেষে ট্রাম্প বলেছিলেন দেয়াল নির্মাণ ব্যয় কারা বহন করবে এ ব্যাপারে তাদের কোনো আলোচনা হয়নি। তবে প্রেসিডেন্ট এনরিক পেনা পরে এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি বৈঠকে রিপাবলিকান প্রার্থীকে জানিয়েছেন, এই নির্মাণ ব্যয় মেক্সিকো বহন করবে না।

 

ফিনিক্সে সমাবেশে ট্রাম্প বলেন, ‘বিশ্বাস করুন মেক্সিকো দেয়াল নির্মাণের ব্যয় নির্বাহ করবে। তারা এখনো সেটা জানে না। তবে তারা এই দেয়াল নির্মাণের খরচ দেবে।’

 

ট্রাম্প তার বক্তব্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জাতীয়তাবাদী পরিকল্পনারও ঘোষণা দেন। তিনি বলেন, ‘সার্বভৌম জাতি হিসেবে যাদের আমরা সম্ভাবনাময় ও উন্নত বলে মনে করি, সেসব শরণার্থীকে বেছে নেওয়ার অধিকার আমাদের আছে।’

 

অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের ক্ষমা করা হবে না উল্লেখ করে রিপাবলিকান দলের এই প্রার্থী বলেন, ‘যারা আজ এখানে অবৈধভাবে বাস করে বৈধতার জন্য অপেক্ষা করছেন, তাদের পথ কেবল একটাই। আমি আজ যে নতুন বৈধ অভিবাসন ব্যবস্থার কথা বলেছি, তার আওতায় এদের প্রত্যেককে নিজ দেশে ফেরত যেতে হবে এবং পুনরায় এখানে প্রবেশের অনুমতি চাইতে হবে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৬/শাহেদ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়