ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেঙ্গালুরুর উইকেটও ‘লজ্জায়’ ফেলল বিসিসিআইকে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ১৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেঙ্গালুরুর উইকেটও ‘লজ্জায়’ ফেলল বিসিসিআইকে

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেট

ক্রীড়া ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া পুনে টেস্টের উইকেটকে ‘খারাপ’ বলে আখ্যায়িত করেছিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। বেঙ্গালুরু টেস্টের উইকেট নিয়েও ম্যাচ রেফারির রিপোর্টে ভালো কথা লেখা নেই। ম্যাচ রেফারি ক্রিস ব্রড তার রিপোর্টে বেঙ্গালুরুর উইকেটকে ‘বিলো অ্যাভারেজ’ অর্থাৎ ‘গড়পড়তার চেয়ে খারাপ’ বলে উল্লেখ করেছেন।

‘গড়পড়তার চেয়ে খারাপ’ রেটিং মানে ‘খারাপ’-এর চেয়ে এক ধাপ ওপরে, কিন্তু খারাপ উইকেটের দিকেই নির্দেশ করে। একই সিরিজে পরপর দুটি টেস্টের উইকেট নিয়ে এমন নেতিবাচক রেটিং কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বেশ বিব্রতকর অবস্থায় ফেলে দিল। এর আগে ২০১৫-১৬ মৌসুমে ভারত-দক্ষিণ আফ্রিকা নাগপুর টেস্টের উইকেটকেও ‘খারাপ’ রেটিং দেওয়া হয়েছিল।

বেঙ্গালুরুর আউটফিল্ডের প্রশংসা করে অবশ্য ‘ভেরি গুড’ বা ‘খুব ভালো’ রেটিং দিয়েছেন ম্যাচ রেফারি। পুনে টেস্ট তিন দিনেই শেষ হয়ে গেলেও বেঙ্গালুরু টেস্ট চতুর্থ দিনে গড়িয়েছিল। প্রথম দিনে ৮০ রানে ৮ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। ভারতীয় দুই স্পিনার রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে ৬টি আর রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। অস্ট্রেলিয়াকে ৭৫ রানে হারিয়ে চার ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত।

উইকেট নিয়ে মোট ছয় ধরনের রেটিং আছে। এই ছয়টি রেটিং হচ্ছে যথাক্রমে: ১. ভেরি গুড (খুব ভালো), ২. গুড (ভালো), ৩. অ্যাভারেজ (গড়পড়তা), ৪. বিলো অ্যাভারেজ (গড়পড়তার চেয়ে খারাপ), ৫. পুওর (খারাপ), ৬. আনফিট (খেলার অযোগ্য)। বেঙ্গালুরুর উইকেট ‘বিলো অ্যাভারেজ’ রেটিং পাওয়ায় বিসিসিআইকে পেনাল্টি কিংবা জরিমানার সম্মুখীন হতে হচ্ছে না।

বৃহস্পতিবার রাঁচিতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হবে ভেন্যুটির। এবার রাঁচির উইকেট কেমন হয়, সেটাই এখন দেখার।

তথ্যসূত্র: ক্রিকইনফো।




রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়