ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বেড়েছে সবজির দাম

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২০, ৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেড়েছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার রাজধানীর জিগাতলা, নিউমার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

জিগাতলা কাঁচাবাজারের বিক্রেতা মাসুম হোসেন বলেন, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে প্রায় সব ধরণের সবজির দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা। লাউ ৫ টাকা বেড়ে প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ টাকা। শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৩ টাকা, গাজর ৫৫ টাকা, শশা ৫০ টাকা, টমেটো ৩২ থেকে ৩৫ টাকা, ফুলকপি প্রতি পিস ৫৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা। বেগুন প্রকারভেদ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি, পেঁয়াজের কলি ২০ টাকা, চাল কুমড়া ২৩ টাকা, কচুর লতি ৬০ টাকা, পটল ৬৪ টাকা, ঢেঁড়স ৬৫ টাকা, ঝিঙ্গা ৬৫ টাকা, চিচিঙ্গা ৬৫ টাকা, করলা ৬৫ টাকা, কাঁকরোল ৬০ টাকা, কচুরমুখি ৭৫ টাকায় বিক্রি হচ্ছে,  আলুর দাম ২ টাকা বেড়ে ২০ টাকা কেজি, প্রতি হালি লেবু প্রকারভেদে ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মানভেদে দেশি পেঁয়াজ কেজি প্রতি ২৭ টাকা, ভারতীয় পেঁয়াজ ২০ টাকা, দেশি রসুন ৮০ টাকা, ভারতীয় রসুন ১৯০ টাকা, দেশি আদা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস কেজি ৫৫০ টাকা, ব্রয়লার মুরগির কেজি ১৬০ টাকা এবং খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৭/হাসিবুল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়