ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাহবুবুল এ খালিদের রচনায় ঈদের গান

অগাস্টিন সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাহবুবুল এ খালিদের রচনায় ঈদের গান

নিজস্ব প্রতিবেদক : ‘ঈদ এলো রে সবার ঘরে, নিয়ে খুশির বাহার। সুখ আনন্দে কাটবে রে দিন, আজ উল্লাসে সবার॥’

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা ‘ঈদ এলো রে’ শিরোনামের গানের প্রথম স্তবক এটি। মাহবুবুল এ খালিদ রচিত এই গানের মাধ‌্যমে ঈদের খুশির বার্তা সবার কাছে পৌঁছে যাচ্ছে।

সিয়াম সাধনার মাস রমজান শেষে এসেছে খুশির ঈদ। জমিনে ঈদ নিয়ে এসেছে খোদার রহমত। সব ব‌্যবধান ভুলে শত্রু-মিত্র, ধনী-গরিব সবাই আজ এক কাতারে। ঝগড়া-বিবাদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দে ঈদ উদযাপন করবেন। ঈদুল ফিতর আমাদের সেই আহ্বান জানায়। আর এই বিষয়টি আমাদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে মাহবুবুল এ খালিদের লেখা ঈদের গানের মাধ‌্যমে।

মাহবুবুল এ খালিদের কথায় -এ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে গানটি ভিডিও আকারে ইউটিউবেও পাওয়া যাচ্ছে। শ্রোতাদের জন‌্য সুযোগ আছে গানটি ওয়েলকাম টিউন ও রিংটোন হিসেবেও ব‌্যবহারের।

উল্লেখ‌্য, কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা কবিতা ও গানে পাওয়া যায় নানান ধর্মের ধর্মীয় ও সামাজিক উৎসবের কথা। মানবপ্রেমের মহৎ বাণীতে সমৃদ্ধ তার গান-কবিতার ভাণ্ডার। মাহবুবুল এ খালিদের লেখা গান ও কবিতাগুলো তার নিজস্ব ওয়েবসাইট -এ প্রকাশিত হয় ।

মাহবুবুল এ খালিদের লেখা ‘ঈদ এলো রে’ গানটি শুনুন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৭/অগাস্টিন সুজন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়