ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মেক্সিকোকে উড়িয়ে দিয়ে ফাইনালে জার্মানি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৬, ৩০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেক্সিকোকে উড়িয়ে দিয়ে ফাইনালে জার্মানি

গোলের পর জার্মানির খেলোয়াড়রা

ক্রীড়া ডেস্ক : কনফেডারেশনস কাপের দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির কাছে পাত্তাই পেল না মেক্সিকো। কনকাকাফ চ্যাম্পিয়নদের ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই প্রথম কনফেডারেশনস কাপের ফাইনালে উঠল জার্মানরা। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে খেলবে জোকাকিম লোর দল। প্রথম সেমিফাইনালে পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি।

সোচিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় শুরু ম্যাচের মাত্র আট মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় জার্মানি। দুটি গোলই করেছেন লিও গোরেৎসকার। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন প্রথম দুই ম্যাচেই গোল করা টিমো ভেরনার। ৮৯ মিনিটে মেক্সিকোর হয়ে একটি গোল শোধ করেছিলেন ফ্যাবিয়ান স্লামসিন। তবে যোগ করে সময়ে আমিন ইউনিসের গোলে বড় জয় নিয়েই ফাইনালে উঠে যায় জার্মানি।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়