ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সন্তানকে লকারে রেখে …

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৫, ১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্তানকে লকারে রেখে …

অন্যদুনিয়া ডেস্ক: শিশু একটু দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক। এ কারণে শিশুকে সব সময় নজরে রাখতে হয় যাতে দুষ্টুমি করতে গিয়ে তা ক্ষতির কারণ না হয়। কর্মব্যস্ত অনেক বাবা-মা এখন শিশুকে চাইল্ড কেয়ারে রাখেন। এমনও দেখা যায়, নিজেদের ব্যক্তিগত আনন্দ উদযাপনের সময় শিশু সন্তানকে অনেক বাবা-মা সঙ্গে রাখেন না। এ পর্যন্ত না হয় মেনে নেয়া যায় কিন্তু চীনের এক দম্পতি নিজেদের আনন্দ উদযাপনের জন্য কন্যাসন্তানের সঙ্গে যে অমানবিক আচরণ করেছেন তা বিশ্বকে হতবাক করেছে।

চীনা ওই দম্পতি সাঁতার কাটতে যাওয়ার সময় পোশাক পরিবর্তনের রুমে রাখা লকারের ভেতর মেয়েকে আটকে রেখে যান। ঘটনাটি ঘটেছে চীনের ইয়াংজিয়াং শহরের গুয়াংডং এলারকার বাথ হাউজে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ঘটনাটির ভিডিওতে দেখা গেছে, শিশুটির মা লকার থেকে তার মেয়েকে বের করছে। তার বাবা ও ভাইবোনেরাও সেসময় পাশে দাঁড়িয়ে ছিল!

চীনের কান নিউজে প্রকাশিত খবরে বলা হয়েছে, পরিবারটি সম্ভবত তাকে সেখানে রেখে গিয়েছিল কারণ তারা চাইল্ড কেয়ারের জন্য টাকা দিতে চায়নি। সৌভাগ্যক্রমে লকার রুমের এক কর্মী প্রথম শিশুর কান্না শুনতে পান এবং ১ বছর বয়সি শিশুটিকে দ্রুত উদ্ধারে পদক্ষেপ নেন। ঘটনার ভিডিওতে একজন স্টাফকে লকার খুলে দিতে দেখা যায় এবং শিশুটির মা তাকে কোলে তুলে নেয়।

অনেকে দাবি করেছেন, তার বাবা-মা তাকে সেখানে রেখেছে ‘কারণ এটি সুবিধাজনক’। ঘটনাটি সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে কিনা তা জানা যায়নি।

 

 


রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৭/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়