ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হলিউডের সেরা ১০

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৩, ২৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হলিউডের সেরা ১০

বিনোদন ডেস্ক : প্রতি বছরের ন্যায় এবারো হলিউডে মুক্তি পেয়েছে ধামাকাদার কিছু সিনেমা। প্রত্যাশার চেয়ে বেশি ব্যবসা করে কিছু সিনেমা যেমন সবাইকে তাক লাগিয়েছে। অন্যদিকে বছরের বহুল প্রতীক্ষিত কিছু সিনেমার পেছনে লেগেছে ব্যর্থতার তকমা। চলুন জেনে নিই চলতি বছরে মুক্তিপ্রাপ্ত হলিউডের ১০টি ব্যবসাসফল সিনেমার নাম।

১. বিউটি অ্যান্ড দ্য বিস্ট : বিল কনডন পরিচালিত সিনেমা ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। এক জাদুকরীর ছলনায় পড়ে রাজপুত্রের পশু হয়ে যাওয়া, সেই পশুর রাজপ্রাসাদে বেলে নামের এক মেয়ের বাবার আটকা পড়া, তাকে ছাড়িয়ে আনতে সেই রাজপ্রাসাদে পশুটির সঙ্গে বেলের অবস্থান, তারপর একসময় বাড়িতে নিজের বাবাকে এক অনাকাঙ্খিত বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে পশুটির প্রতি জন্ম নেওয়া ভালোবাসার অনুভব, অবশেষে ভালোবাসার মধ্য দিয়ে পশুটিকে পুনরায় মানুষে পরিণত করা। এক অনন্য ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি। চলতি বছর ব্যবসাসফল হলিউড সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে এটি। ড্যান স্টেভেন ও এমা ওয়াটসন অভিনীত মিউজিক্যাল রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি আয় করেছে ১.২৬ বিলিয়ন মার্কিন ডলার।

২. দ্য ফেট অব দ্য ফিউরিয়াস : হলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। এর অষ্টম কিস্তি ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’। এটি পরিচালনা করেছেন এফ গ্যারি গ্রে। সিনেমাটিতে আগের মতোই রয়েছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথাম। নতুন করে এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন শার্লিজ থেরন। মূল খলচরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী এ অভিনেত্রী। এবারই প্রথম খলচরিত্রে অভিনয় করেছেন শার্লিজ থেরন। এ সিনেমাটি আয় করেছে ১.২৩ বিলিয়ন মার্কিন ডলার।

৩. ডেসপিকেবল মি-থ্রি : জনপ্রিয় এই অ্যানিমেশন সিনেমাটি আয় করেছে ১.০৩ বিলিয়ন। মিনিয়ন বাহিনী ও তাদের বস গ্রু’র নানা মজার ঘটনা নিয়ে নির্মিত সিনেমার গল্প। তৃতীয় কিস্তিতে দেখা যায় অ্যান্টি ভিলেন লিগের সদস্য গ্রু। সঙ্গীনি লুসিকে নিয়ে হীরে চোর ব্র্যাটকে ধরার মিশনে ঝাপিয়ে পড়ে। ব্র্যাট এক সময়ে শিশুদের প্রিয় তারকা। পরবর্তীতে খলনায়কে পরিণত হয়। কিন্তু ব্র্যাটকে ধরতে না পারায় চাকরি হারায় গ্রু ও লুসি। এ সিনেমায় গ্রু ফিরে পায় তার হারানো ভাইকে।

৪. স্পাইডার-ম্যান হোমকামিং : মার্ভেল কমিকসের সবচেয়ে জনপ্রিয় চরিত্র বা সুপারহিরোর কথা বলতে গেলে, যে নামটি বেশি শোনা যায়- তা হলো স্পাইডার-ম্যান। এবার মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’। সিনেমাটি পরিচালনা করেছেন জন ওয়াটস। এবার অ্যান্ড্রু গারফিল্ড নন স্পাইডার-ম্যানের ভূমিকায় ছিলেন ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। এখানেই শেষ নয়, স্পাইডার ম্যানের সঙ্গে হাজির হয়েছিলেন ‘আয়রন-ম্যান’ রবার্ট ডাউনি জুনিয়র। এতে আরো অভিনয় করেছেন-মাইকেল কিটন, ডোনাল্ড গ্লোভারসহ অনেকে। সিনেমাটির আয় ৮৮০.১ মিলিয়ন মার্কিন ডলার।

৫. গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম-টু : জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’। চলতি বছর মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি। শুরু থেকে বক্স অফিসে ঝড় তোলা এ সিনেমা আয় করেছে ৮৬৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। এতে অভিনয় করেন বিশ্বখ্যাত তারকা ক্রিস প্র্যাট, জো সালদানা, ডেইভ বাতিস্তা, ব্র্যাডলি কুপার প্রমুখ।

৬. থর : র‌্যাগনারগ : মার্ভেল কমিকসের অন্যতম সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজি ‘থর’। এ বছর মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির সিনেমা ‘থর : র‌্যাগনারক’। ক্রিস হেমসওয়েথ, টম হিডেলটন, ক্লেট ব্লানচেট, ইদ্রিস এলবা অভিনীত সিনেমাটি আয় করেছে ৮৪১.৮ মিলিয়ন মার্কিন ডলার।

৭. ওয়ান্ডার ওম্যান : ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান’। প্যাটি জেনকিন্সের পরিচালনায় এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন গ্যাল গ্যাডট। স্টিভ ট্রেভরের চরিত্রে দেখা গেছে ‘স্টার ট্রেক’খ্যাত অভিনেতা ক্রিস পাইনকে। রয়েছেন রবিন রাইট, ড্যানি হাস্টনসহ আরো অনেকে। মার্কিনি এক বৈমানিক স্টিভ ট্রেভরকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে আমাজনের রাজকন্যা ডায়ানা। স্টিভের কাছ থেকেই সে জানতে পারে- বাস্তবের দুনিয়া আক্রান্ত হয়েছে বিশ্বযুদ্ধের ভয়াবহতায়। নারীদের রাজত্ব আমাজন থেকে বের হয়ে ডায়ানা তাই সিদ্ধান্ত নেয় পুরুষতান্ত্রিক পৃথিবীকে বাঁচানোর। যেখানে পদে পদে পুরুষের সঙ্গে লড়েই নিজের অতিমানবীয় শক্তির জানান দিতে হয় তাকে। ওয়ান্ডার ওম্যান’র আয় ৮২১.৮ মিলিয়ন মার্কিন ডলার।

৮. পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেডম্যান টেল নো টেলস : এ সিনেমার আয় ৭৯৪ মিলিয়ন মার্কিন ডলার। এটি পরিচালনা করেছেন জোয়াকিম রনিং এবং এসপেন স্যান্ডবার্গ। এ সিনেমাতেও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। তার সঙ্গে অরলান্ডো ব্লুম। জ্যাক স্প্যারোর প্রধান শত্রুর ভূমিকায় অস্কারজয়ী অভিনেতা হাবিয়ার বার্দেম। এছাড়া আছেন জিওফ্রে রাশ, কেভিন ম্যাকনালি, ব্রেনটন থোয়াইটস, কায়া স্কডেলোরিওর মতো তারকারা।

৯. ইট : বিখ্যাত হরর লেখক স্টিফেন কিংয়ের উপন্যাস ‘ইট’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি প্রথম দিনেই ৫ কোটি ১ লাখ মার্কিন ডলার ঘরে তুলে সাড়া ফেলে। এর আগে ভৌতিক সিনেমার সেরা আয়ের রেকর্ডটা দখলে ছিল ‘দ্য কনজ্যুরিং’-এর। জেমস ওয়ান পরিচালিত ২০১৩-এর সাড়া জাগানো হরর সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪ কোটি ১ লাখ। আন্দ্রেজ মুশিয়েত্তি পরিচালিত এ ছবিতে প্রধান চরিত্র পেনিওয়াইজের ভূমিকায় অভিনয় করেছেন বিল স্কারসগার্দ। আরো আছেন জেডেন লিবেহা, জেরেমি রে টেইলর, সোফিয়া লিলিস, ফিন ওলফহার্ডসহ অনেকে। সিনেমাটির আয় ৬৯৭.৫ মিলিয়ন মার্কিন ডলার।

১০. জাস্টিস লিগ : ডিসি কমিকসের সেরা সুপারহিরোদের নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। বক্স অফিসে এর আয়  ৬৩৫.৯ মিলিয়ন মার্কিন ডলার। এটি পরিচালনা করেছেন জ্যাক স্নাইডার। সিনেমায় দেখা যায়- ভয়বহ ধ্বংসের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে একত্রিত হন ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, দ্য ফ্ল্যাশ, সাইবর্গ, অ্যাকুয়াম্যানরা। নানা প্রতিকূলতার পর তাদের মিশনে সফল হন তারা।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৭/মারুফ/শান্ত    

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়