ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গান শুনে কোমা থেকে জাগলেন রোগী

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গান শুনে কোমা থেকে জাগলেন রোগী

শাহিদুল ইসলাম : সংগীতের একটি অবিশ্বাস্য নিরাময় ক্ষমতা রয়েছে। একটি ভালো গান মুহূর্তের মধ্যেই শ্রোতার বিষাদে ভরা মন আনন্দের জোয়ারে ভাসিয়ে দিতে পারে। তবে গান শুনে কোমা থেকে জেগে ওঠার ঘটনা কখনো কি শুনেছেন?

অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটেছে মধ্য চীনের একটি হাসপাতালে। গত বছর নভেম্বরে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে ওই হাসপাতালে ভর্তি হন এক নারী। পরবর্তী সময়ে কোমায় চলে যান। লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাকে। কিন্তু সম্প্রতি ওই নারী তাইওয়ানের পপস্টার জে চাওয়ের ‘রোজমেরি’ গানটি শুনে দীর্ঘদিন পর জেগে উঠেছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক সাক্ষৎকারে ওই নারীর সেবায়  নিয়োজিত সেবিকা বলেন, ‘প্রতিদিনের মতো আমি রুটিন মাফিক রোগীকে কৌতুক পড়ে শোনাচ্ছিলাম। এরপর আমি পপস্টার জে চাওয়ের গান চালু করি। গান চালু করার কিছুক্ষণ পরেই রোগী সাড়া দিতে শুরু করে। অবিশ্বাস্য এই ঘটনা দেখে চিকিৎসককে খবর দেই। বর্তমানে ওই নারী সুস্থ আছেন।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৮/মারুফ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়