ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সেপটিক ট্যাংকের গ্যাসে ৩ জনের মৃত্যু

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৬ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেপটিক ট্যাংকের গ্যাসে ৩ জনের মৃত্যু

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় একজন আহত হয়েছে।

সোমবার দুপুরে নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার ব্যাংক কলোনিতে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজুল ইসলাম (৩২), রাকিব মিয়া (২২) ও রমিজ মিয়া (২৬)।

গুরুতর আহত কামাল হোসেনকে (৪০) নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, এক শ্রমিক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন। পরে তার সাড়া না পেয়ে তাকে উদ্ধার করতে পর্যায়ক্রমে দুইজন ট্যাংকের নেমে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। এরপর তাদের খোঁজ করতে কামাল হোসেন ট্যাংকে নামতে গিয়ে বিষাক্ত গ্যাসে পুরোপুরি আক্রান্ত হওয়ার আগেই উপরে উঠে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা খবর দিলে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তিনজনকে উদ্ধার করেন।

পরে তাদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহরিয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/নরসিংদী/৬ আগস্ট ২০১৮/গাজী হানিফ মাহমুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়