ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসসিসির বর্জ্য অপসারণ শুরু

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএসসিসির বর্জ্য অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক : কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ হাজার ২৭১ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ শুরু করেছেন।

বুধবার দুপুর ২টা থেকে তারা বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেন।

পশু কোরবানির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরশেন এলাকায় ৬২০টি স্থান নির্ধারণ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,  প্রায় সোয়া ৩ লাখ পশু কোরবানি হতে পারে। এসব পশু থেকে কমপক্ষে ২০ হাজার টন বর্জ্য হবে।

ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খোন্দকার মিল্লাদুল ইসলাম জানান, ডিএসসিসির ১১ হাজার ২৭১ জন পরিচ্ছন্নতা কর্মী কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে থাকবেন। এখানে ১০টি পে-লোডারসহ ৩৫০টি যন্ত্রপাতি ব্যবহার করা হবে।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য এবার হটলাইন চালু করা হয়েছে। ডিএসসিসির হটলাইন নম্বর হলো- ০৯৬১১০০০৯৯৯। এ ছাড়া ১ লাখ ৭৫ হাজার বর্জ্যবাহী ব্যাগ বিতরণ করা হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়