ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শুরু হচ্ছে ষষ্ঠ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুরু হচ্ছে ষষ্ঠ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও সাভার গলফ ক্লাবের আয়োজন শুরু হতে যাচ্ছে ‘ষষ্ঠ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০১৯।’ এর আগের পাঁচটি আসরেও পৃষ্ঠপোষকতায় ছিল ওয়ালটন গ্রুপ।

২১ মার্চ শুরু হয়ে ২৩ মার্চ শেষ হবে এই টুর্নামেন্টে। সাতটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো  রেগুলার, ভেটেরান, সিনিয়র, সুপার সিনিয়র, লেডিস, জুনিয়র ও সাব জুনিয়র। ৭টি ক্যাটাগোরিতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০০ গলফার অংশ নিবেন।

প্রতিযোগিতার বিষয়ে সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর এএনএম আব্দুল আহাদ (অবঃ) বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট। এবারের এই প্রতিযোগিতায় ৭টি ক্যাটাগোরিতে আশা করছি প্রায় ৪০০ জন গলফার অংশ নিবেন। প্রতিযোগিতার পুরস্কারের সংখ্যা বাড়ানো হয়েছে। ২১ তারিখ প্রতিযোগিতা শুরু হলেও উদ্বোধন হবে ২২ মার্চ শুক্রবার। আর ২৩ মার্চ হবে সামপনী ও পুরস্কার বিতরণী।’

এই টুর্নামেন্টের বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘সাভার গলফ ক্লাবের সঙ্গে আমরা গেল ছয় বছর ধরে কাজ করছি। এই টুর্নামেন্টের আগের পাঁচটি আসরের পৃষ্ঠপোষক ছিল ওয়ালটন গ্রুপ। তারই ধারাবাহিকতায় এবারও এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছি। শুধু সাভারই নয়, আমরা ঘাটাইল গলফ ক্লাব ও কুর্মিটোলা গলফ ক্লাবের সঙ্গেও নিয়মিত কাজ করছি। আমরা দেশের অন্যান্য গলফ ক্লাবের সঙ্গেও কাজ করতে চাই। যাতে করে নতুন নতুন গলফার উঠে আসে। বিশেষ করে নবীন ও মহিলা গলফার। আমরা ওয়ালটন পরিবার গলফকে এগিয়ে নিতে কাজ করছি।’

এই টুর্নামেন্টের মিডয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়