ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

লেখাপড়ার নজরদারি করছে পোষা কুকুর!

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেখাপড়ার নজরদারি করছে পোষা কুকুর!

অন্য দুনিয়া ডেস্ক : খেলাধুলায় সঙ্গী হিসেবে পোষা প্রাণীদের সঙ্গ বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই বিষয়টিকেই কাজে লাগিয়েছে চীনের গুইঝাও প্রদেশের পিয়ার ঝু। মেয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করছে কিনা তা দেখভালের জন্য প্রশিক্ষণ দিয়েছে বাড়ির পোষা কুকুরকে।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওর সৌজন্যে সেই দৃশ্য দেখেছে নেট দুনিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি মনগ্রেল কুকুর দুই পা তুলে দাঁড়িয়ে আছে পড়ার টেবিলে। ওই টেবিলে বসে হোমওয়ার্ক করছে ছোট্ট মেয়েটি। টেবিলে দাঁড়িয়ে কুকুরটি এক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটির দিকে। আসলে মেয়েটি ঠিকমতো হোমওয়ার্ক করছে না কি সেটাই যাচাই করছে কুকুরটি।

চীনা এক সংবাদমাধ্যমকে পিয়ার ঝু বলেন, ‘আমার মেয়ে খুব অমনোযোগী। পড়তে বসলে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে। আমরা না থাকলে সে যেন মনোযোগ দিয়ে পড়তে পারে সে জন্যই এই ব্যবস্থা।’

শুধু হোমওয়ার্ক দেখাশোনা নয়, কুকুরটিকে আরো কিছু প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভিডিওটিতে কুকুরটির সেই দক্ষতাও দেখা গেছে।

দেখুন : ভাইরাল হওয়া ভিডিওটি

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়