ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি ঘোষণা

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি জানানো হয়, ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের ১৩ এপ্রিল ও ৪ মে তারিখের স্থগিত  পরীক্ষা যথাক্রমে ২২ মে ও  ২৫ মে অনুষ্ঠিত হবে।

২০১৭ সালের অনার্স দ্বিতীয় বর্ষের (বিশেষ) ৪ মে’র স্থগিত পরীক্ষা আগামী ৯ মে এবং ২০১৭ সালের অনার্স প্রথম বর্ষের (বিশেষ) ৫ মে স্থগিত পরীক্ষা আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

২০১৮ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ৪ মে এবং ৫ মে’র স্থগিত পরীক্ষা যথাক্রমে আগামী ১৬ ও ১৭ মে  হবে।

২০১৮ সালের বিবিএ (প্রফেশনাল) দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার এবং বিএড অনার্স ২য় বর্ষ চতুর্থ সেমিস্টারের ৪ মে ’র স্থগিত পরীক্ষা ১১ মে  এবং ২০১৮ সালের বিএসএড ৫ মে ’র স্থগিত পরীক্ষা ১৮ মে  অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/গাজীপুর /৭ মে ২০১৯/হাসমত আলী/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়