ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বাঘের চামড়া ও হাড়সহ ৩ জন আটক

জে. খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১৪ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঘের চামড়া ও হাড়সহ ৩ জন আটক

বাঘের চামড়া, হাড় ও দাঁতসহ র‌্যাবের হাতে আটক তিন ব্যক্তি (ছবি : স্বপন)

বরিশাল প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া, হাড় ও দাঁতসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৮।


আটককৃতরা হচ্ছেন দেলোয়ার শেখ (৩৪), নুরুজ্জামান শেখ (৫২) ও কবির হাওলাদার (৪০)। আটককৃতদের বাড়ি বাগেরহাট জেলার ছোট নলবুনিয়া গ্রামে।


র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক আদনান জানান, র‌্যাব-৮, সদর কোম্পানি বরিশালের একটি বিশেষ আভিযানিক দল গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় র‌্যাব তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে লেজসহ একটি রয়েল বেঙ্গল টাইগারের চামড়া (৯ ফুট ৭ ইঞ্চি), ২৪টি হাড়, ২৯টি দাঁত ও ১টি মাথা উদ্ধার করা হয়।


ঘটনার সঙ্গে জড়িত এমাদুল শেখ (৪৫), ছগির শেখ (৩৮), (৩) কবির শেখ (৪৪) ও হারুন হাওলাদার (৩৮) পালিয়ে যায়।


আটককৃতরা রয়েল বেঙ্গল টাইগার শিকার ও পাচারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।


র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক আদনান আরো জানান, সুন্দরবন থেকে ফাঁদ পেতে এবং গুলি করে রয়েল বেঙ্গল টাইগার হত্যা করে চামড়া ছাড়িয়ে অধিক মূল্যে দেশের বাইরে পাচার করে আসছে আটককৃতরা। এ কারণেই রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে বলে তিনি জানান।

 

 

 


রাইজিংবিডি.কম/ বরিশাল/ ১৪ জানুয়ারি ২০১৫/স্বপন/রাজু/এএ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়