ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝালকাঠিতে নৌকাডুবি : নিখোঁজ ৩

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝালকাঠিতে নৌকাডুবি : নিখোঁজ ৩

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন।

 

শুক্রবার সকালের দিকে জেলা শহরের পৌর খেয়াঘাটসংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ ব্যক্তিরা হলেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজ্জাক মল্লিক রাজা (৩২), তসলিম হাওলাদার (৫০) ও আলম জমাদ্দার (৩৫)।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঝালকাঠি সদর থানার এএসআই হালিম মল্লিক জানিয়েছে, সকালে ঘন কুয়াশার মধ্যে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়েনের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে চালক ১০ জন যাত্রী নিয়ে খেয়া পারাপারের ইঞ্জিন চালিত নৌকাটি ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাট যাচ্ছিল।

 

এ সময় মাঝ নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী স্টিমার মধুমতির সঙ্গে ধাক্কা লেগে নদীতে ডুবে যায় ট্রলারটি। পরে চালকসহ ট্রলারের ৮ যাত্রী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। তবে রাজা, তসলিম ও আলমকে দুপুর পর্যন্ত পাওয়া যায়নি।

 

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা শুরু করেছে। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

রাইজিংবিডি/ঝালকাঠি/৬ জানুয়ারি ২০১৭/অলোক সাহা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়