ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্বের সর্বোচ্চ গতির গাড়ি (ভিডিও)

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৪, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বের সর্বোচ্চ গতির গাড়ি (ভিডিও)

সাইফ বরকতুল্লাহ : বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পাঁচতারা হোটেল বুর্জ আল দুবাইয়ের পর ১৫০ কোটি ডলার ব্যয়ে নির্মিত হয় ‌বুর্জ খলিফা। যা শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হিসেবে স্থান করে নিয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবনটি দুবাইতেই অবস্থিত। এবার দুবাইয়ের ইতিহাসে যোগ হলো আরো একটি বিলাসবহুল খবর।

খবরটি হলো- বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গাড়ি  ব্যবহার করছে দুবাই পুলিশ। গাড়িটির দাম সাড়ে ১০ কোটি টাকা।



অবিশ্বাশ্য হলেও সত্যি যে, গাড়িটি ঘণ্টায় প্রায় ৪০৭ কিলোমিটার পথ পাড়ি দেয়। ইতিমধ্যে  বিশ্বের সর্বোচ্চ গতির গাড়ি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডস এ জায়গা করে নিয়েছে । গাড়িটির নাম বুগাতি ভেরন।

দুবাই পুলিশ কর্তৃপক্ষ বলছে, ২০১৬ সালে পুলিশের টহলদারি বাহিনীর জন্য গাড়িটি কেনা হয়েছে। ১৬ সিলিন্ডারের এক হাজার হর্সপাওয়ার ইঞ্জিনের এ গাড়িটির শূন্য থেকে ৯৭ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র আড়াই সেকেন্ড।



দুবাই পুলিশের লেফটেন্যান্ট সইফ সুলতান রশিদ আল শামসি বলেন, বর্তমানে  বিলাসবহুল এ সুপারকারকে  পর্যটন কাজেও লাগানো হচ্ছে।

তিনি আরো জানান, দুবাইতে বেড়াতে এসে অনেক পর্যটকই গাড়িটি একবার করে দেখে যাচ্ছেন ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়