ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাহজালালে সাড়ে ৫ কেজি সোনাসহ যাত্রী আটক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ১৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালালে সাড়ে ৫ কেজি সোনাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৫ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত সোনার বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

রোববার মালয়েশিয়া থেকে আগত আব্দুর রাজ্জাক খানের কাছ থেকে ওই সোনা জব্দ করা হয়।

ঢাকা কাস্টমসের যুগ্ম পরিচালক সোহেল রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চত করেছেন।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আব্দুর রাজ্জাক খান মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ১৯৬ এর মাধ্যমে ঢাকায় অবতরণ করেন। যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমসের ঢাকা হাউসের টিম সদস্যরা তাকে চ্যলেঞ্জ করেন। তিনি তার সঙ্গে শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য থাকার কথা অস্বীকার করেন। এরপর তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে তাতে সোনার অস্তিত্ব বোঝা যায়। তার ব্যাগ থেকে হলুদ টেপ এ মোড়ানো ৪টি বান্ডিল থেকে ৫টি এক কেজির সোনার বার ও ৪টি ১০০ গ্রাম ওজনের সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার বারের  মোট ওজন ৫ কেজি ৪০০ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৭/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়