ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পথশিশুদের জন্য পথে পথে ওরা

সোহেল মিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ২৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পথশিশুদের জন্য পথে পথে ওরা

রাজবাড়ী প্রতিনিধি : পথশিশুদের মাঝে  ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষে অনুদানের বাক্স হাতে নিয়ে পথে পথে ঘুরছে ওরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন দোকানে দোকানে ঘুরে সংগ্রহ করছে অর্থ।

ঈদ হবে এবার পথশিশুদের নিয়ে- এই শ্লোগান নিয়ে বাজারের দোকানে দোকানে যাচ্ছে রাজবাড়ীর শতবর্ষী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে বালিয়াকান্দির ৫০ জন পথশিশুকে নতুন জামা উপহার দেবে তারা।

পথশিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মহৎ এই কাজের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম বিশ্বাস, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মতিউর রহমান শোভন, জগন্নাথ বিশ্ববিদ্যালযের আসিফ রহমান, প্রেসিডেন্টস ইউনিভার্সিটির নাইমুর রহমান স্বচ্ছ, রাজবাড়ী সরকারি কলেজের রাব্বি বিশ্বাস ও সামাজিক সংগঠন তরুণ সংঘের সভাপতি মো. আবুল কালাম আজাদ ।

আবুল কালাম আজাদ বলেন, ‘ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ঈদে পথশিশুদের কষ্টের কথা ভেবে আমরা ২০১২ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থীরা নিজেরা সাধ্যমতো কিছু টাকা সংগ্রহ করেছি। আর কিছু টাকার জন্যে আমরা বাজারের বিভিন্ন দোকানদারদের কাছ থেকে সহযোগিতা নিচ্ছি।’

বালিয়াকান্দি বাজারের ব্যবসায়ি রুপের হাটের স্বত্বাধিকারী মো. ইউসুফ আলী বলেন, ‘এই বয়সে এ সকল তরুণরা যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি মহৎ এই কাজের জন্য এই তরুণদের অভিনন্দন জানাই।’

শিক্ষার্থী নাঈম বিশ্বাস বলেন, ‘পথশিশুদের কাছে ঈদ মানে একটি নতুন জামা। ওরা ধর্ম বোঝেনা। নিজেদের অক্ষমতার কারণে ওরা বঞ্চিত হয় ঈদের আনন্দ থেকে। এসকল সুবিধাবঞ্চিত শিশুদের একটু আনন্দ দিতে , ঈদের আনন্দ একটু ভাগ করে নিতে আমাদের এই প্রচেষ্টা। আমরা হয়তো সবার মুখে হাসি ফোটাতে পারবোনা, কিন্তু চেষ্টা তো করতে পারি। ওদের হাসি মুখই আমাদের আত্মতৃপ্তি।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতিউর রহমান শোভন জানান, এখন থেকে প্রতি বছরই পথ শিশুদের নিয়ে তারা কাজ করবে। এসকল শিশুদের শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রেও  বিশেষ নজরদারি রাখবে। তারই ভিত্তিতে প্রাথমিকভাবে ৫০ জন পথশিশুকে বাছাই করা হয়েছে। এদেরকে স্থায়ী ও স্বাভাবিক জীবন-যাপন করানোর জন্য কাজ করবে বলেও জানান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘যে কাজটি আমাদের করার কথা ছিল, সেই কাজটি এই সকল তরুণরা করছে। দেশের বিভিন্ন দুর্দিনের সময়ে আমাদের তরুণরাই এগিয়ে এসেছে। এই ঈদে ওরা যে ভাল কাজটি করেছে তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’



রাইজিংবিডি/রাজবাড়ী/২৪ জুন ২০১৭/সোহেল মিয়া/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়