ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

রামনাথ কোবিন্দ ও মীরা কুমার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির সংসদ সদস্যরা। সোমবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা দুজনেই দলিত সম্প্রদায়ের। একজন বিহারের প্রাক্তন গভর্নর বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের রামনাথ কোবিন্দ। আর অন্যজন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর প্রার্থী লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার।

এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ জুলাই। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। আর নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই।

ভারতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে মোট ভোটার ৪ হাজার ৮৯৬ জন। এর মধ্যে ৪ হাজার ১২০ জন বিধায়ক ও ৭৭৬ জন সংসদ সদস্য। লোকসভা ও বিধানসভার সদস্যরা বিশেষ বুথগুলোতে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন সবুজ ব্যালট পেপারে। আর রাজ্যের বিধায়কেরা গোলাপি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৭/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়