ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রয়াত শিল্পী উজ্জ্বল ঘোষের একক চিত্র প্রদর্শনী

তাপস রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রয়াত শিল্পী উজ্জ্বল ঘোষের একক চিত্র প্রদর্শনী

সাতসতেরো ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী উজ্জ্বল ঘোষ। প্রয়াত এই শিল্পীর আঁকা ছবি নিয়ে ‘বিশ্রাম’ শিরোনামে একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হবে আগামী ২৩ জুলাই সকাল ১১টায়  জয়নুল গ্যালারিতে।

প্রদর্শনী উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাবি অধ্যাপক জামাল আহমেদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড. উম্মে সালেমা বেগম এবং প্রকাশক শ্যামল পাল। সভাপতিত্ব করবেন অধ্যাপক নিসার হোসেন।

প্রকাশনা প্রতিষ্ঠান পুথিনিলয় আয়োজিত এই প্রদর্শনী ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়