ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্লেয়ার ড্রাফটে বরিশালের ক্রিকেটাররা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্লেয়ার ড্রাফটে বরিশালের ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের গত আসরে মুশফিকুর রহিম আইকন ক্রিকেটার ছিলেন বরিশাল বুলসের। এবার দল পাল্টে মুশফিকুর রহিম গিয়েছেন রাজশাহী কিংসে। বরিশালের নতুন আইকন মুস্তাফিজুর রহমান।

কিন্তু আজকের খবর, বরিশাল বুলস বিপিএলে অংশ নিতে পারবে না। আর্থিক নিশ্চয়তা না দেয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিল বরিশাল বুলসকে ছাড়াই বিপিএল আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যদিও বরিশাল বুলস সময় চেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। সময় দিয়েছ আয়োজকরা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আর্থিক নিশ্চয়তা না দিতে পারলে বরিশাল বুলসের ফ্র্যাঞ্চাইজি বাতিল করবে বিপিএল। যদি বরিশাল বুলস অংশ নিতে না-ই পারে তাহলে আইকন ক্রিকেটাদের কি হবে?

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমান থাকছেন না। প্লেয়ার ড্রাফটে মুস্তাফিজুর রহমানকে রাখার পরিকল্পনা হচ্ছে।’ শুধু আইকন মুস্তাফিজ না বরিশাল বুলসের রিটেইন করা ক্রিকেটারদেরও প্লেয়ার ড্রাফটে তোলা হবে। গত বছর বরিশালের হয়ে খেলেছিলেন শাহরিয়ার নাফিস, তাইজুল ইসলাম ও আবু হায়দার রনি। এ তিন ক্রিকেটারকে এবারও দলে রাখতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। দল বাতিল হওয়ায় নতুন দলেই খেলতে হবে তিন ক্রিকেটারকে।

প্লেয়ার ড্রাফট আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ৩১ অক্টোবর উদ্বোধনের পর ২ নভেম্বর বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে। এদিকে গুঞ্জন উঠেছে, এবারের বিপিএল শুরু হবে চট্টগ্রাম পর্ব দিয়ে।



রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়