ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঘুষ গ্রহণকালে বিআরটিএর মেকানিক সুমন গ্রেপ্তার

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ১৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুষ গ্রহণকালে বিআরটিএর মেকানিক সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য ঘুষ গ্রহণকালে নরসিংদী বিআরটিএর সিল মেকানিক সুমন কুমার সাহাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নরসিংদীর বিআরটিএ এলাকা থেকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নের্তৃত্বে একটি বিশেষ টিম হাতেনাতে তাকে গ্রেপ্তার করে।

পরিচালক নাসিম আনোয়ার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তি দুদকে অভিযোগ করে জানান যে, ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিআরটিএর সিল মেকানিক সুমন কুমার সাহা বড় অঙ্কের ঘুষ দাবি করেছেন, যা শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় নির্ধারিত হয়।

অভিযোগকারী বিষয়টি দুদককে অবহিত করলে গ্রেপ্তারের জন্য কমিশন একটি বিশেষ টিম গঠন করে । ওই টিম বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঘুষের টাকাসহ সুমনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পরপর দুদকের ঢাকা বিভাগীয় জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক মো. রেজাউল করিম বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদক।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়