ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেট্রো এলাকায় অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেট্রো এলাকায় অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : মহানগরীর ভেতরে অবৈধভাবে চলাচলরত বিভিন্ন জেলার সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানিয়েছে ঢাকা-চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যপরিষদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের নেতারা জানান, গত বছরের নভেম্বরে মন্ত্রী, সচিব, বিআরটিএ-এর চেয়ারম্যান বরাবর ইঞ্জিন প্রতিস্থাপন ও গ্যাস সিলিন্ডার পরিবর্তনের মাধ্যমে বুয়েট, চুয়েট ও এমআইএসটি এর মতামত সাপেক্ষে সিএনজি অটোরিকশার ইকোনোমিক লাইফ আরো ৬ বছর বাড়ানোর আবেদন করা হয়।

তারা আরো বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে বিআরটিএ-এর মাধ্যমে সরবরাহ করা হয়। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয়, বিআরটিএ থেকে এ বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত তাদের জানানো হয়নি।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সিএনজি অটোরিকশা ইকোনোমিক লাইফ বুয়েট, চুয়েট ও এমআইএসটি এর মতামত সাপেক্ষে আরো ৬ বছর বাড়ানো, অটোরিকশাকে শিল্প হিসেবে ঘোষণা করা, সিএনজি অটোরিকশা চুরি, ছিনতাই, চালক হত্যা, পুলিশি হয়রানি বন্ধ করা এবং চালকদের সহজ শর্তে লাইসেন্স দেওয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ ভূলু, সদস্য সচিব এটি এম নাজমুল হাসান প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৭/হাসিবুল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়