ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাঁশখালীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৭, ১০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঁশখালীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ উভয়পক্ষের সাতজন গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া এ সময় আরো ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁশখালীর উপজেলা সদরে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর সংঘর্ষের খবর নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালীতে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভার আয়োজন করেছিলেন আবদুল্লাহ কবির লিটন। তিনি নেতা-কর্মীদের নিয়ে সভাস্থলে যাওয়ার পথে এমপির অনুসারীরা সড়ক অবরোধ করে আটকে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময় হয়। এতে কমপক্ষে সাতজন গুলিবিদ্ধসহ আরো ১৫ জন আহত হয়।

আহত ও গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১০ নভেম্বর ২০১৭/রেজাউল/এসএন 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়