ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরুসিয়ায় ট্রায়াল দিবেন বোল্ট!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরুসিয়ায় ট্রায়াল দিবেন বোল্ট!

ক্রীড়া ডেস্ক : দৌড়বিদ না হলে ফুটবলার হতেন উসাইন বোল্ট। ফুটবলের প্রতি তার দুর্বলতার কথা আগেও জানিয়েছেন। গেল বছর অবসরে যাওয়া এই দৌড়বিদকে এবার ট্রায়ালের সুযোগ দিতে যাচ্ছে জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।  বিষয়টি জানিয়েছেন উসাইন বোল্ট।

এ বিষয়ে ৩১ বছর বয়সী বোল্ট বলেন, ‘মার্চে আমি বরুসিয়া ডর্টমুন্ডে ট্রায়াল দিতে যাচ্ছি। তারপরই আমার ভাগ্য নির্ধারিত হবে। যদি তারা বলে আমার সবকিছু ঠিক আছে তাহলে আমাকে আরো অনুশীলন করতে হবে এবং আমি সেটা করব।’

তিনি আরো বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। তবে ফুটবল আমাকে দুর্বল করে ফেলেছে। কারণ, এটা ভিন্ন। এখন আমি ফুটবল নিয়েই ভাবছি। অবশ্য এটার সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগবে। তবে আমি যদি কিছুদিন খেলতে পারি তাহলে এটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাব। আমি যখন প্রথম ট্রাক এন্ড ফিল্ড শুরু করেছিলাম তখনও আমার এমন লেগেছিল। এমন কী প্রথম স্বর্ণ জেতার আগ পর্যন্ত নার্ভাস ছিলাম।’

এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে চেয়েছিলেন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জেতা জ্যামাইকান গতি তারকা বোল্ট। এখনো তিনি ম্যানইউর পাড় সমর্থক। সে বিষয়ে তিনি বলেন, ‘আমার অন্যতম সবচেয়ে বড় স্বপ্ন হল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। তবে যদি ডর্টমুন্ড বলে যে আমি ভালো খেলতে পারছি তাহলে আমি কঠোর পরিশ্রম করব ও অনুশীলন করব। আমি স্যার আলেক্স ফার্গুসনের (ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন কিংবদন্তি কোচ) সঙ্গে কথা বলেছি। তাকে আমি পাকা কথা দিতে বলেছিলাম। তখন তিনি বলেছিলেন যে যদি আমি ফিট হই তাহলে তিনি আমার জন্য যা সম্ভব করবেন।’



রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়