ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান, শ্রীলঙ্কা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান, শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাত চলতি বছর এশিয়া কাপ আয়োজন করবে। ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ার জায়ান্টরা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে লিগ পর্বের খেলাগুলো। ৩০ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ।

ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন হবে ছয় দেশ নিয়ে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান সরাসরি অংশ নিবে। সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল এবং ওমানের থেকে যেকোনো একদল ষষ্ঠ দল হিসেবে যোগ দিবে এশিয়া কাপের মূল আয়োজনে।

রাইজিংবিডি নিজস্ব সূত্র থেকে জানতে পেরেছে গ্রুপের লড়াইয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান পরেছে একই গ্রুপে। ‘বি’ গ্রুপে পরেছে এ তিন দল। এছাড়া ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গী কোয়ালিফাইং রাউন্ড থেকে উঠে আসা একটি দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে।

গ্রুপ পর্যায়ে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। দুই গ্রুপ থেকে সেরা দুই দল খেলবে সুপার ফোর রাউন্ড। যেখানে প্রতিটি দল খেলবে ৩টি করে ম্যাচ। সেখান থেকে পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনাল ম্যাচ। ২০০৮ সালে পাকিস্তানে একই ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ সেপ্টেম্বর, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ২১ সেপ্টেম্বর। ভারত ও পাকিস্তানের ম্যাচ ২১ সেপ্টেম্বর। টুর্নামেন্টে দুদিন দুটি করে ম্যাচ রয়েছে। ২১ সেপ্টেম্বর আফগানিস্তান-বাংলাদেশ এবং ভারত-পাকিস্তান খেলবে এবং ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা এবং পাকিস্তান-কোয়ালিফাইং করা দল মাঠে নামবে।   

ফিকশ্চার :

গ্রুপ পর্ব :

১৮ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলঙ্কা, পাকিস্তান-কোয়ালিফায়ার

১৯ সেপ্টেম্বর : ভারত-কোয়ালিফায়ার।

২০ সেপ্টেম্বর : আফগানিস্তান-শ্রীলঙ্কা।

২১ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, ভারত-পাকিস্তান।

সুপার ফোর রাউন্ড :

২৩ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্স আপ।

২৪ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্স আপ।

২৫ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ রানার্স আপ-গ্রুপ ‘বি’ রানার্স আপ।

২৬ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন।

২৭ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ।

২৮ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।

৩০ সেপ্টেম্বর : ফাইনাল।



রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়