ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে অজ্ঞান পার্টির ১২ সদস্য গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে অজ্ঞান পার্টির ১২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অজ্ঞান পার্টির ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ডিবি (পশ্চিম) বিভাগের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে পৃথক অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. কামাল হোসেন, মো. মাহবুব মুন্সি, মো. জুয়েল, মো. মাসুম মিয়া. মো. মিঠু মিয়া. মো. আলম, মো. রাকিব, মো. আতাউর রহমান আক্তার, মো. সবুজ, মো. মুক্তার হোসেন, মো. সুমন ও মো. নাজমুল হোসেন।

এ সময় তাদের কাছ থেকে ৪৮২ পিস চেতনা নাশক ট্যাবলেট, ১৩ কৌটা  বিষাক্ত মলম ও ৬ বোতল বিষ মিশ্রিত পানীয় উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা ঢাকা-গাজীপুর রোডের বিভিন্ন পরিবহনে যাত্রীবেশে ওঠে যাত্রীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। তারপর সুকৌশলে যাত্রীদের চেতনা নাশক ট্যাবলেট মিশ্রিত পানীয় পান করাতেন। কখনও বা তাদের চোখে বিষাক্ত মলম লাগিয়ে দিত। এরপর যখন যাত্রীরা অজ্ঞান হয়ে পড়তেন, এ সুযোগে তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায়।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়