ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রিজটি এখন মরণ ফাঁদ!

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিজটি এখন মরণ ফাঁদ!

কুষ্টিয়া সংবাদদাতা: দেশের বৃহত্তম চাউলের মোকাম কুষ্টিয়ার খাজানগরের জিকে খালের ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

কুষ্টিয়া-চুয়াডাঙ্গা ব্যস্ততম সড়কের এই ব্রিজটি দীর্ঘদিন যাবত ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকলেও দেখার কেউ নেই! ব্রিজটির এক পাশ ভেঙে পড়ায় একটি করে গাড়ি পার হতে হয়। এসময় ওপর পাশের গাড়িটিকে থেমে অপেক্ষা করতে হয়। এভাবে দীর্ঘ সময় নিয়ে এ ব্রিজে যানবাহনের পারাপার চলে। ফলে ব্রিজের দু’পাশে দীর্ঘ যানজট এখন প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

কুষ্টিয়া জেলা পরিষদের এই সড়কটি ব্যবহার করা হয় জেলা সংযোগ সড়ক হিসেবে। কুষ্টিয়া-চুয়াডাঙ্গাসহ বৃহত্তম কাপড়ের হাট পোড়াদহ যাতায়াতে এই পথের যানজট ব্যবসায়ীদের জন্য দুঃসহ হয়ে উঠেছে। অন্যদিকে বোরো মৌসুমে খাজানগরে হাজার হাজার ধান-চাল বোঝাই ট্রাক এই দুর্ভোগ বয়ে চলাচল করছে প্রতিদিন।

এছাড়াও এই এলাকার বিদ্যালয়, কলেজ, এমনকি কুষ্টিয়া মেডিকেল কলেজে যাওয়ারও একমাত্র সড়ক এটি। ব্রিজটির চলাচল অনুপযোগী হওয়ার পরও ঝুঁকি নিয়ে চলছে দুই জেলার মানুষ। আর সইতে হচ্ছে দীর্ঘ যানজটের ভোগান্তি।

স্থানীয় ভূক্তভোগীরা দ্রুত সমস্যাটি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ।




রাইজিংবিডি/কুষ্টিয়া/২৪ মে ২০১৮/কাঞ্চন কুমার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়