ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ‘বন্ধুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫০, ২৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে ‘বন্ধুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ মোবারক হোসেন কুট্টি (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তিন পুলিশ সদস্য আহত হন।

শনিবার ভোর রাতে সদর উপজেলা ১৯ নম্বর বেগুনবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন সদর উপজেলার ছিট চিলারং গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকের প্রায় ১৫টির মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। এসময় কুট্টিসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের পাল্টাপাল্টি গুলির ফলে মোবারক হোসেন কুট্টি নামে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন এবং পুলিশের তিন সদস্য আহত হন।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়। আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বন্দুকের কার্টিজ ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।




রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২৬ মে ২০১৮/তানভীর হাসান তানু/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়