ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইতালি-নেদারল্যান্ডসের ম্যাচে কেউ জেতেনি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫২, ৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালি-নেদারল্যান্ডসের ম্যাচে কেউ জেতেনি

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্ব উতরাতে পারেনি ইতালি ও নেদারল্যান্ডস। চারবারের চ্যাম্পিয়ন ইতালি ও ২০১০ বিশ্বকাপের রানার্স-আপ নেদারল্যান্ডস সোমবার রাতে মুখোমুখি হয়েছিল। দুই বাদ পড়া দলের লড়াইয়ে অবশ্য কেউ জেতেনি। ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছে ম্যাচ।

অবশ্য এই ম্যাচে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৬৭ মিনিটে ইতালি এগিয়ে যায়। তবে ৬৯ মিনিটে ইতালির ডমেনিকো ক্রিসকিতো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের ইতালির বিপক্ষে ৮৮ মিনিটে সমতায় ফেরে নেদারল্যান্ড। সেই সমতা আর ভাঙেনি।

৬৭ মিনিটে ইতালির সিমন জাজা বাম পায়ের জোরালো শটে পোস্টের বাম পাশের কোণা দিয়ে বল জালে জড়ান। দুই মিনিট বাদেই ইতালির ডমেনিকো মারত্মাক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় ইতালিকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ডাচরা। এ সময় স্টিভেন বারগুইসের ক্রস থেকে বল পেয়ে হেড নেন নাথান আকে। ডান কোনা দিয়ে বল জালে গিয়ে আশ্রয় নেয়।

এরপর আরো ছয় মিনিট খেলা হলেও জাল কাঁপেনি। ফলে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ইতালি ও নেদারল্যান্ডসের লড়াই।



রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়