ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩৬তম বিসিএসের গেজেট প্রকাশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৩১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৬তম বিসিএসের গেজেট প্রকাশ

সচিবালয় প্রতিবেদক : ৩৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ৩৭ মাস পর ২ হাজার ২০২ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার বিকেলে এ নিয়োগের গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) নিয়োগের যে সুপারিশ করেছিল সেখান থেকে ১২১ জন প্রার্থী বাদ পড়েছেন।

গত বছরের ১৭ অক্টোবর ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। কিন্তু মঙ্গলবার প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যায়, ২ হাজার ২০২ জনকে নিয়োগ দেওয়ার কথা বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে এতে ১২১ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন।

৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৫ সালের ৩১ মে। ২ লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। পরের বছরের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষা শেষ হয় ২০১৭ সালের জুনে।

এ বিষয়ে বাদ পড়া বেশ কয়েকজন প্রার্থী জানান, তারা নিয়ম অনুযায়ী কাজ করেছেন। তারপরও কেন বাদ পড়েছেন তা বুঝতে পারছেন না। এখন এ বিষয়ে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন।



রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়