ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটন-রাইজিংবিডি বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন-রাইজিংবিডি বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক : রাশিয়া বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ‘ওয়ালটন-রাইজিংবিডি বিশ্বকাপ ফুটবল কুইজ-২০১৮’ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার ওয়ালটন গ্রুপের হেড অফিসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) ও রাইজিংবিডির প্রকাশক এসএম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবির, ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর মো. রবিউল আলম, ডেপুটি ডিরেক্টর রাকিবুল হোসাইন আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও রাইজিংবিডির প্রধান প্রশাসনিক কর্মকর্তা মিলটন আহমেদ, রাইজিংবিডির সম্পাদক মো. নওশের আলী, প্রাক্তন ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি ও আলফাজ আহমেদ, রাইজিংবিডির ক্রীড়া বিভাগের প্রধান ইয়াসিন হাসানসহ অন্যরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া বিভাগের জ্যেষ্ঠ সহ-সম্পাদক আমিনুল ইসলাম।



৩৩ জন বিজয়ীর মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন। দূরপাল্লার বাস সার্ভিস বন্ধ থাকায় ও যানবাহনের তীব্র সংকটের কারণে বেশকিছু বিজয়ী আসতে পারেননি। পরবর্তীতে তারা তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও কুইজে অংশ নেওয়া মোবাইল নম্বরসহ রাইজিংবিডির অফিসে যোগাযোগ করে তাদের পুরস্কার সংগ্রহ করতে পারবেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাইজিংবিডির সম্পাদক মো. নওশের আলী বলেন, ‘বিশ্বকাপের সঙ্গে আমাদের পাঠকদের সম্পৃক্ত করতে আমরা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। বিজয়ীদের নিয়ে প্রতিদিন একটি করে নিউজ প্রকাশ করেছি। যারা বিজয়ী হয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি।’



‘যারা অংশ নিয়েছিল তাদের জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে হয়তো তারাও একদিন বিজয়ী হবে। এমন আয়োজনে পৃষ্ঠপোকতা করায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ দিব। ভবিষ্যতেও বিশ্বকাপে এই ধরনের আয়োজন অব্যাহত রাখবে রাইজিংবিডি। আপনার রাইজিংবিডির সঙ্গেই থাকবেন।’

প্রাক্তন ফুটবলার আলফাজ আহমেদ বলেন, ‘আসলে পুরস্কার নিতে এসে বক্তব্য শুনতে কারোরই ভালো লাগার কথা নয়। তাই আমি কোনো বক্তব্য দিব না। বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা ফুটবলার হলেও আমরা কিন্তু আপনাদের সারিরই লোক।’



বাংলাদেশের স্বর্ণালী সময়ের তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি বলেন, ‘বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। আসলে ওয়ালটনের পুরস্কার বিতরণীতে এসেছি সে জন্য বলছি না, একটা কথা না বললেই নয়, সেটা হলো বিভিন্ন সংবাদ পত্র ও টেলিভিশনের কুইজ প্রতিযোগিতার ড্র ও পুরস্কার বিতরণীতে দাওয়াত পাই। সেগুলোর অধিকাংশ জায়গায় গিয়েই দেখি ওয়ালটন কুইজ প্রতিযোগিতার সঙ্গে আছে। আসলে ওয়ালটন আমাদের দেশি ব্র্যান্ড।’

‘মানুষ আমাদের স্বর্ণালী সময়ের ফুটবলার বলে। কিন্তু আমরা বিশ্বাস করি, হয়তো বাংলাদেশের ফুটবলের স্বর্ণালী সময় আসতে পারে। এখন হয়তো আমাদের ফুটবলের সময় ভালো যাচ্ছে না। কিন্তু আমরা আশাবাদী, একদিন হয়তো ফুটবল আবারো তার কক্ষপথ খুঁজে পাবে। হ্যাঁ, আমাদের সময়ে ফুটবল বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল। দেশের স্বাধীনতায় ফুটবল দলের অবদান আছে। স্বাধীন বাংলা ফুটবল দল দেশের বাইরে প্রথম বাংলাদেশের পতাকা উড়িয়েছে। সেজন্য আমরা গর্বিত।’



ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবির বলেন, ‘ওয়ালটন গ্রুপ খেলাধুলার সঙ্গে সব সময় সম্পৃক্ত হয়। এই সম্পৃক্ততা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা কথা দিয়ে কথা রাখি। ওয়ালটন-মার্সেলের টিভি-ফ্রিজ কিনে বেশ কয়েকজন গাড়ি পেয়েছেন। কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীরা পুরস্কার পাচ্ছেন। রাইজিংবিডির সঙ্গে ভবিষ্যতেও আমরা সম্পৃক্ত হব। তারা কুইজ প্রতিযোগিতার আয়োজন করলে তাদের সব ধরনের সহযোগিতা দেব। সবশেষ বলব দেশের কথা চিন্তা করবেন এবং দেশ যদি অর্থনৈতিকভাবে সাবলম্বী না হয় তাহলে আমরা কেউ-ই ভালো থাকব না। ওয়ালটন আমাদের দেশীয় ব্র্যান্ড। দেশি পণ্য ব্যবহার করুন। দেশি পণ্য ব্যবহারে অন্যকে উৎসাহিত করুন।’



ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) ও রাইজিংবিডির প্রকাশক এসএম জাহিদ হাসান বলেন, ‘ওয়ালটন আজ দেশেই ফ্রিজ, মোবাইল ও অন্যান্য সামগ্রী উৎপাদন করছে। অথচ আমরা প্রথম যখন ওয়ালটন ফ্রিজ দেশে উৎপাদনের ঘোষণা দিলাম তখন কেউ কেউ বলেছিল, আপনাদের তৈরি করা ফ্রিজে মাছ-মাংস রাখা যাবে নাকি ওয়ার্ড্রবের মতো কাপড়-চোপড় রাখতে হবে? আমাদের ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রম, আমাদের কমিটমেন্ট ও আপনাদের দোয়ায় এখন ওয়ালটন দেশে ফ্রিজ তৈরি করেছে এবং ফ্রিজের মান কেমন সেটা আপনারা ভালোভাবেই জানেন। শুধু তাই নয়, বিশ্বের ২২টি দেশে ওয়ালটনের ফ্রিজ রপ্তানি হচ্ছে। ২০২০ সালের মধ্যে আশা করছি বিশ্বের ৫০টি দেশে ফ্রিজ রপ্তানি করতে পারব আমরা। আগে একটি ফ্রিজ কিনতে হলে বিদেশি ব্র্যান্ডের কিনতে হত। আমাদের কষ্টার্জিত অর্থ বাইরে চলে যেত। এখন আমাদের দেশের সকল শ্রেণির মানুষ সাধ্য ও সামর্থের মধ্যে ওয়ালটনের ফ্রিজ কিনতে পারছে।’



তিনি আরো বলেন, ‘বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ও ফুটবল। আমি মনে করি, সংগঠকরা ভালোভাবে কাজ করলে এখনও ফুটবলকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত করতে বেশি সময় লাগবে না। আসলে বলতে গেলে ফুটবল এখনো বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা।’

‘গ্রামাঞ্চলে যেকোনো ফুটবল ম্যাচে এখনো উপচে পড়া ভিড় দেখা যায়। আসলে ফুটবল জনপ্রিয় করতে স্টার প্রয়োজন। আমাদের সময়ে আমরা জনি ভাই, সালাহউদ্দিন ভাই, জাকারিয়া পিন্টুদের মতো স্টাররা ছিল। এখন তেমন স্টার নেই। জনপ্রিয়তার কারণে কারাগারেও যেতে হয়েছে ফুটবলারদের। ঢাকার যে মাঠে এক সময় তিল ধারনের ঠাঁই থাকত না, সেই মাঠে এখন এক  শ’-দেড় শ’ দর্শক হয়।’



‘তবে আশা করি, এক সময় হয়তো বাংলাদেশের ফুটবল আগাবে। এখন যেহেতু আমরা বিশ্বকাপ খেলতে পারছি না। তাই পাঠকদের গ্রেটেস্ট শো অন দ্য আর্থ তথা বিশ্বকাপের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত করতে রাইজিংবিডির সঙ্গে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আরো অনেক মিডিয়ার সঙ্গেই করেছি আমরা। ভবিষ্যতে চেষ্টা করব আরো বড় পরিসরে কুইজ প্রতিযোগিতা আয়োজন করতে। যাতে আরো অনেককে এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করা যায়। ধন্যবাদ দেব রাইজিংবিডিকে ও রাইজিংবিডির ক্রীড়া বিভাগকে। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আরো একবার অভিনন্দন।’

সমাপনী বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাইজিংবিডির স্পোর্টস ইনচার্জ ইয়াসিন হাসান।










রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়