ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৭৪৭ দিন পর জয়, ৩৮৩ ইনিংস পর সেঞ্চুরি!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ১৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭৪৭ দিন পর জয়, ৩৮৩ ইনিংস পর সেঞ্চুরি!

চতুর্থ উইকেটে ১৪৮ রানের জুটি গড়েন কাইরন পোলার্ড ও আন্দ্রে ফ্লেচার

ক্রীড়া ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি সেন্ট লুসিয়া সর্বশেষ কবে ম্যাচ জিতেছিল? উত্তরটা এভাবেও দেওয়া যায়, বারাক ওবামা যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন!

২০১৬ সালের ৩১ জুলাই, ফ্লোরিডার লডারহিলে জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছিল সেন্ট লুসিয়া। তখন ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল সেন্ট লুসিয়া জোউকস। সে ম্যাচের পর সিপিএলে জয়ের স্বাদ একরকম ভুলেই গিয়েছিল তারা!

২০১৭ সাল থেকে থেকে ফ্র্যাঞ্চাইজিটির নাম হয়েছে সেন্ট লুসিয়া স্টারর। নাম পরিবর্তন হলেও ফ্যাঞ্চাইজিটির ভাগ্যটা ঠিক বদলাচ্ছিল না। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কাইরন পোলার্ডের হাত ধরে বদলে গেল তাদের ভাগ্য।
 


ঘরের মাঠে আজ । তাও আবার সিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। পোলার্ডের ৫৪ বলে ১০৪ ও আন্দ্রে ফ্লেচারের ৫২ বলে ৮০ রানের সুবাদে সেন্ট লুসিয়া করেছিল ২২৬ রান।

বার্বাডোজকে হারিয়ে সিপিএলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ১৫ ম্যাচের জয়-খরা কাটল সেন্ট লুসিয়ার। এই ১৫ ম্যাচের ১৪টিই তারা হেরেছিল, একটির ফল হয়নি। দিনের হিসাবে তারা ৭৪৭ দিন পর জয় পেল!

সেন্ট লুসিয়ার মতো পোলার্ডেরও দীর্ঘ এক অপেক্ষা ফুরল। ৩৮৩ ইনিংস পর আজই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। আগের সর্বোচ্চ অপরাজিত ৮৯ ছাড়িয়ে আজ ৩৮৪তম ইনিংসে করলেন ১০৪। ঘরোয়া টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেতে আর কোনো ব্যাটসম্যানেরই এত বেশিসংখ্যক ইনিংস খেলতে হয়নি।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়