ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তেজগাঁওয়ে মাইক্রোবাসচাপায় শ্রমিক নিহত

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ১৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তেজগাঁওয়ে মাইক্রোবাসচাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে মাইক্রোবাসচাপায় একজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শফিকুল ইসলাম (৪০)। আহত শ্রমিকের নাম ইসমাইল হোসেন (৪০)। তারা দুজনেই রোড ডিভাইডার সংস্কারের কাজ করতেন।

নিহত শফিকুলের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার তারাকান্দি গ্রামে। তিনি ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। আহত ইসমাইল হোসেন একই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে।

তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, তেজগাঁওয়ে রোড ডিভাইডার সংস্কারের কাজ করছিলেন শ্রমিকরা। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে শরিফুল ইসলাম মারা যান। আহত শ্রমিক ইসমাইল হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন বলে জানান মোহাম্মদ আলী।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়