ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঈদের চতুর্থ দিন ছোট পর্দায় নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৫, ২৫ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের চতুর্থ দিন ছোট পর্দায় নাটক-টেলিফিল্ম

‘পাশাপাশি’ টেলিফিল্মের দৃশ্য

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ অনুষ্ঠানমালার টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের চতুর্থ দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি
সকাল ৮টায় প্রচারিত হবে ধারাবাহি নাটক ‘রূপকথার গল্প: যুবরাজ’। পরিচালনা করেছেন এ আর বেলাল। অভিনয়ে: রিয়াজ, নিলয়, আজমেরি আশা, প্রমা আজিজ, আতাউর রহমান, ইলোরা গহর প্রমুখ। সকাল ৯টায় প্রচারিত হবে একক নাটক ‘লিটমাস’। রচনা: তানভীর চৌধুরী। পরিচালনা: শাফায়েত মনসুর রানা। অভিনয়ে: তিশা, ইরেশ যাকের, সাজু খাদেম, বাপ্পী আশরাফ, ইশরাত জাহান চৈতী প্রমুখ।  বেলা ২টা ২০মিনিটে প্রচারিত হবে  টেলিফিল্ম ‘বেলী অত:পর’। গল্প: আব্দুর রহিম। চিত্রনাট্য ও পরিচালনা: নজরুল ইসলাম রাজু। অভিনয়ে: মম, মিলন, কিসলু, রাইসুল ইসলাম আসাদ, শিল্পী সরকার, সাবিহা জামান প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে  প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘আবুলের ব্রেইনওয়াশ’। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: মোশারফ করিম, সুমাইয়া শিমু, জেনি, জুঁই করিম, আ খ ম  হাসান, ফজলুর রহমান বাবু। রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘ছলনা’। রচনা ও পরিচালনা: আশফাক নিপুন। অভিনয়ে: নুসরাত ইমরোজ তিশা, আফরান নিশো, হিন্দোল রায়, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘আমি এমন তুমি কেমন’। রচনা ও পরিচালনা: এজাজ মুন্না। অভিনয়ে: সাজু খাদেম, মিশু সাব্বির, জোভান, ইরফান সাজ্জাদ, ঊর্মিলা, ভাবনা, মাসুম বাশার প্রমুখ।  রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘মেয়ে’। গল্প: উইলিয়াম শেক্সপিয়ার। চিত্রনাট্য: আসফিদুল হক। পরিচালনায়: কাজল আরেফিন অমি। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, মম, সারিকা সাবাহ প্রমুখ।

এটিএন বাংলা
সকাল ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘এ এক অন্য ভালবাসা’। সাগর জাহান রচিত এ নাটকটি পরিচালনা করেছেন  ইমরান হোসেন ইমু। সকাল ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘চাইনিজ প্রেমকুমার’। এটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। সকাল সাড়ে ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বড় ভাই’। সেজান নূর রচিত এ নাটকটি পরিচালনা করেছেন সর্দার রোকন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ্যানি, লারা লোটাস, মিথিলা, নজরুল রাজ, সাব্বির, জনি, আসিফ প্রমুখ। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘তবুও বাসবো ভালো’। ফারিয়া হোসেন রচিত এ নাটকটি পরিচালনা করেছেন  হাবিব শাকিল। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘সময়টা আমাদের’।  এটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান।  রাত ৮টায় প্রচারিত হবে একক নাটক ‘চুটকি ভান্ডার-৬’। পরিচালনা: শামীম জামান। রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘নার্ভাস ব্রেকডাউন’। রচনা: শৌর্য দীপ্ত সূর্য, পরিচালনা: জাহিদ হাসান। 

রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘অতি ভক্তি চোরের লক্ষণ’। রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। এটিএম শামসুজ্জামান, সাজু খাদেম, মিশু সাব্বির, আমিরুল হক চৌধুরী, নাদিয়া আহমেদ, অর্ষা, নওশীন,  সাঈদ বাবু,  চিত্রলেখা গুহ,  অলিউল হক রুমী, জামাল রাজা প্রমুখ।  রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘উচিৎ কথা’। রচনা ও পরিচালনা: আকাশ রঞ্জন।

আরটিভি
সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে  সাত পর্বের ধারাবাহিক নাটক ‘আদর্শ স্বামী’। রচনা: সাজিন আহমেদ বাবু। পরিচালনা : মিলন ভট্টাচার্য্য। অভিনয়ে: জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, কাজী উজ্জ্বল, শিখা খান মৌ, নিকুল কুমার, স্বর্ণা প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচারিত হবে মোশাররফ উৎসব-এর নাটক ‘ব্ল্যাক লাইট’। রচনা ও পরিচালনা : আলম আশরাফ। অভিনয়ে : মোশাররফ করিম, তারিন প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হোয়াট ইজ লাভ’। রচনা ও পরিচালনা: সাফায়েত মনসুর রানা। অভিনয়ে: জন কবির, অপর্ণা ঘোষ, মিশু সাব্বির, সোনিয়া হোসেন, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, সাফায়েত মনসুর রানা প্রমুখ। রাত সাড়ে আটটায় প্রচারিত হবে একক নাটক ‘লাক ভেলকি লাগ’। নাট্যরূপ: শাহজাহান সৌরভ। কাহিনি ও পরিচালনা: গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মাহিনের রূপবান বিয়ে’। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, নাদিয়া নদী, আ খ ম হাসান, ফারুক আহমেদ প্রমুখ।  ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। পরিচালনা : সাজ্জাদ সনি। অভিনয়ে : এফএস নাঈম, উম্মে আদিবা প্রমুখ। ১১ টা ৪৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম : ‘মকবুল এখন’। রচনা ও পরিচালনা: মীর সাব্বির। অভিনয়ে: মীর সাব্বির, শবনম ফারিয়া প্রমুখ।

বৈশাখী টেলিভিশন
দুপুর  ১টা ৩০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘খোকা কঞ্জুস’। রুহুল আমিন পথিক রচিত এ নাটকটি পরিচালনা করেছেন শাহরিয়ার   সুমন। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, দীপা খন্দকার, ছন্দা, জোভান প্রমুখ। দুপুর  ২টা ২০ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘নায়িকার বিয়ে’। রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।  অভিনয়ে চিত্রনায়িকা পপি, এটিএম শামসুজ্জামান, হাসান জাহাঙ্গীর প্রমুখ।

সন্ধ্যা ৬টা ২০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কিপ্টা দুলাভাই’। আসাদুজ্জামান সোহাগ রচিত এ নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। অভিনয়ে জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, নাদিয়া, মিম, কাজল সুবর্ণা প্রমুখ। রাত সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ব্রেক ফেইল-৪’। টিপু আলমের গল্প অবলম্বনে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয়ে সাজু খাদেম, মিশু সাব্বির, অহনা, নাজিরা মৌ, মম মোরশেদ, কচি খন্দকার প্রমুখ।

রাত ৮টা ১০মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘পাত্র নির্বাচন’। রচনা ও পরিচালনা করেছেন শাহজাদা মামুন। অভিনয়ে: সজল, আলভী, আল মনসুর, মার্শাল, কাজী রাজু প্রমুখ। রাত ৯টা ১৫মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কিড সোলায়মান-২’। রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম, মিলন ভট্ট, তারিক স্বপন প্রমুখ।

রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘লাল দালান’। রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয়ে আ খ ম হাসান, শখ, বাবর, জামিল, কণ্ঠশিল্পী কাজী শুভ, বড়দা মিঠু, এহছানুল হক মিনু, শামীমা  নাজনীন, অনুভব, পাভেল প্রমুখ।  রাত ১১টা ১০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বউয়ের দোয়া পরিবহন’। আলমগীর আহসান রচিত এ নাটকটি  পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয়ে আ খ ম হাসান, জামিল, মৌসুমী  হামিদ, আলভী, সানজিদা তন্ময়, রাশেদ সীমান্ত, চিত্রলেখা গুহ, আমিরুল হক চৌধুরী প্রমুখ।

দীপ্ত টিভি
সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘উল্টো দেশে উল্টো বেশে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয়ে: শামীমা নাজনীন, মনিরা মিঠু, শখ, আ খ ম হাসান, জামিল, বাবরসহ অনেকে। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে একক নাটক ‘ব্যা-আক্কেল’। আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজ রচিত এ নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌসুমী নাগ এবং জয়রাজ।সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে বিদেশি ধারাবাহিক নাটক ‘সুলতান সুলেমান’। রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে একক নাটক ‘হিরো কেন ভিলেন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিয়ে: চঞ্চল চৌধুরী, রিচি, ডা. এজাজ, শামীমা নাজনীন, নাবিলা, আবদুল্লাহ রানা প্রমুখ। রাত ৯টায় প্রচারিত হবে একক নাটক পার্টনার। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবির মির্জা, সাবিলা নূর। রাত ১১টায় প্রচারিত হবে একক নাটক ‘ঘুম স্বপ্ন সময়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শাহ মো. রাকিব। এতে  অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মেহজাবিন চৌধুরী। রাত ১২টায় প্রচারিত হবে একক নাটক ‘ব্ল্যাক বেঙ্গল দ্য সেলফি হিরো’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। এতে অভিনয় করেছেন  জাহিদ হাসান, প্রাণ রায়, ইনামুল হক, টয়া প্রমুখ।

দেশ টিভি
সন্ধ্যা  ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘চকলেট’। রচনা: শফিকুর রহমান শান্তনু। পরিচালনা: বি ইউ শুভ। অভিনয়ে: আব্দুল্লাহ রানা, অপূর্ব, জনি, ইলোরা গহবর, নীলাঞ্জনা নীলা, নাদিয়া নদী প্রমুখ। সন্ধ্যা  ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক মোটরসাইকেল। রচনা: এজাজ মুন্না। নির্দেশনা : চয়নিকা চৌধুরী। অভিনয়: শহিদুজ্জামান সেলিম, জোভান, স্নিগ্ধা মোমিন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৮/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়