ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ইউরোপা লিগে মৌসুম সেরা গ্রিজমান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউরোপা লিগে মৌসুম সেরা গ্রিজমান

ক্রীড়া ডেস্ক: মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইউরোপিয়ান কাপের শিরোপা জিতে এবার দারুণ কিছুর আভাস দিয়েছে অ্যাটলেটিক মাদ্রিদ। এর আগে গত মে মাসে ক্লাবটিকে ইউরোপা লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আঁতোয়ান গ্রিজমান।

ক্লাবের হয়ে গত মৌসুমে দুর্দান্ত মৌসুম কাটানোয় উয়েফা ইউরোপা লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন গ্রিজমান। সেরা হওয়ার দৌড়ে তিনি পিছনে ফেলেছেন দিমিত্রি পায়েত ও ক্লাব সতীর্থ ডিয়েগো গডিনকে। মোনাকোতে ইউরোপা লিগের ড্র অনুষ্ঠানে মৌসুম সেরা খেলোয়াড় হিসেবে গ্রিজমানের নাম ঘোষণা করা হয়।

ইউরোপা লিগের সবশেষ ফাইনালে অলিম্পিক মার্শেইকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো। ঘরের মাঠের ওই ম্যাচে অ্যাটলেটিকোর হয়ে জোড়া গোল পেয়েছিলেন গ্রিজমান।

অ্যাটলেটিকোকে ইউরোপা লিগের শিরোপা জিতানোর দুই মাস পর ফ্রান্সের বিশ্বকাপ জয়েও দারুণ ভূমিকা ছিল গ্রিজামানের। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে একটি পেনাল্টি ও সতীর্থের দুটি গোলে অবদান রাখেন গ্রিজু। আর তাতেই বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়