ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শ্রমিক কল্যাণ তহবিলে ৬৮ লাখ টাকা দিলো কোটস বাংলাদেশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিক কল্যাণ তহবিলে ৬৮ লাখ টাকা দিলো কোটস বাংলাদেশ

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিগত অর্থবছরের (২০১৭) লভ্যাংশের ৬৮ লাখ ৫২ হাজার ৮১৪ টাকা জমা দিয়েছে কোটস বাংলাদেশ লিমিটেড।

রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর কাছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খানের নেতৃত্বে প্রতিনিধিদল লভ্যাংশের চেক হস্তান্তর করেন। মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত তহবিলে প্রায় ৩১৩ কোটি টাকা জমা হয়েছে।

তিনি বলেন, ‘শ্রমিকদের চেকের বদলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ অর্থ সহায়তা দিচ্ছে সরকার।’

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল আইন অনুযায়ী, যেসব কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান যাদের নিট মুলধন দুই কোটি টাকার ওপরে, সে সকল কোম্পানি বছরান্তে তাদের মুনাফার ৫ শতাংশ শ্রমিক/কর্মচারীদের কল্যাণে ব্যয় করবে।

আইন অনুযায়ী, ৫ শতাংশ মুনাফার এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়ে থাকে।

এ তহবিলে জমা করা অর্থ থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেওয়া হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়