ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুলিশের ওপর হামলা অপ্রত্যাশিত: আছাদুজ্জামান মিয়া

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১৫ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের ওপর হামলা অপ্রত্যাশিত: আছাদুজ্জামান মিয়া

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, বিএনপি অফিসের সামনে পুলিশের ওপর অতর্কিত হামলা ছিল পরিকল্পিত। হামলায় পুলিশের দুটি গাড়িতে আগুন ও পাঁচ অফিসারসহ ২৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কমিশনার বলেন, বুধবার পুলিশের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্খিত, অপ্রত্যাশিত। ৭ দিন ধরে বিএনপি নমিনেশন পেপার ক্রয় এবং জমা দেওয়ার কাজ সুশৃঙ্খলভাবে ও আনন্দমুখর পরিবেশে হয়েছে। বুধবার মনোনয়ন প্রত্যাশিরা বড় বড় মিছিল নিয়ে, পদ শোভাযাত্রা ও বাদ্যযন্ত্র বাজিয়ে পুরো রাস্তা দখল করে রাখে। এ কারণে কাকরাইল, ফকিরাপুল সম্পূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায়। কর্তব্যরত পুলিশ বিএনপি নেতা-কর্মীদের অনুরোধ করেছিলেন যেন পুরো রাস্তাটি বন্ধ করে না দেওয়া হয়।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘একেতো শহরের কেন্দ্রস্থল ও পাশেই মতিঝিল, এ কারণে মানুষের চরম দুর্ভোগ হতে থাকে রাস্তা বন্ধ থাকায়। সরে যাওয়ার অনুরোধ করার সময় বিএনপির কেন্দ্রীয় এক নেতা একটি বড় মিছিল নিয়ে এলেন, তখনই বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশের ওপর অতর্কিত হামলা করা হয়। এ ঘটনায় ৩টি মামলা হয়েছে। ৬০ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়