ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ব্যাগের ভেতর নবজাতক

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ১৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাগের ভেতর নবজাতক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর স্বামীবাগ এলাকার পরিত্যক্ত মাঠে হলুদ-নীল রঙের একটি ব্যাগ। ভেতর কী যেন নড়ছে। ব্যাগ খুলতেই দেখা মিলল এক ফুটফুটে নবজাতক শিশুর। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার দুপুরে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মিজানুর রহমান জানান, নবজাতকের অবস্থা ভালো না। কারা এ নবজাতককে ফেলে গেছে সিসি ক্যামেরা দেখে তা শনাক্ত করার চেষ্টা চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।

রাইজিংবিডির ঢামেক প্রতিনিধি এবং স্থানীয়রা জানান, স্বামীবাগ এলাকার একটি বাসার সামনে পরিত্যক্ত মাঠে হলুদ-নীল রঙের কাপড়ের ব্যাগের ভেতরে কিছু নড়াচড়া করতে দেখে লোকজন। প্রথমে তাদের ধারণা ছিল, কেউ ব্যাগে করে বিড়াল কিংবা অন্য কোনো প্রাণী ফেলে গেছে। উৎসুক জনতা ব্যাগটি খোলেন। পরে দেখা যায় ব্যাগের ভেতর নজাতক শিশু।

চিকিৎসকরা জানিয়েছেন, ২১১ নম্বর নবজাতক ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। তার ওজন ৭৯০ গ্রাম। নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়