ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আব্বাস ও হুদার মনোনয়নপত্র বৈধ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আব্বাস ও হুদার মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস  ও বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) নেতা নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্থায়ী কোর্টে আপিল শুনানির তৃতীয় দিনে ইসি এ সিদ্ধান্ত জানায়।

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। শুনানিতে আপিলটি খারিজ হয়ে যায়। ফলে মির্জা আব্বাসের নির্বাচনে অংশ নিতে বাধা নেই।

ঢাকা-১৭ আসনে বিএনএ নেতা নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেছে কমিশন।

অন্যদিকে, ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের মনোনয়নপত্রের বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন।





রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়