ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তামিমের উইকেটটা বেশি গুরুত্বপূর্ণ ছিল : মাশরাফি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিমের উইকেটটা বেশি গুরুত্বপূর্ণ ছিল : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে মঙ্গলবার কী বোলিংটাই না করলেন মাশরাফি বিন মুর্তজা!

টানা চার ওভারের স্পেল। প্রথম ওভারে শুধু উইকেট পাননি। পরের তিন ওভারে নিয়েছেন ৪ উইকেট। ৪টিই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপরের দিকের চার ব্যাটসম্যান- তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস ও স্টিভ স্মিথের উইকেট।

মাশরাফির দেওয়া শুরুর ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি কুমিল্লা। তাদের ইনিংস গুটিয়ে যায় ৬৩ রানেই। টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ১১ রানে ৪ উইকেট নেন রংপুর অধিনায়ক। কোনো উইকেটটা মাশরাফিকে বেশি তৃপ্তি দিয়েছে?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, তামিমের উইকেটটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কেন, সেটার ব্যাখ্যা দিলেন তিনি, ‘প্রথমত, চার উইকেটের ভেতরে অবশ্যই তামিমের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। স্মিথেরটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে তামিম সব সময় আমাকে ভালো হ্যান্ডেল করে এসেছে। দীর্ঘ দিন ধরে তামিম আমাকে ভালো খেলে আসছে।

টি-টোয়েন্টি, ওয়ানডে, চার দিনের ম্যাচ- যেটাই খেলেছি, ও সব সময় আমাকে ভালো হ্যান্ডেল করে। স্ট্রাইক রেটও ভালো থাকে আমার বিপক্ষে। সুতরাং ওর উইকেটটা অবশ্যই আমার জন্য পজেটিভ ছিল। যেহেতু ও আমার বিপক্ষে সব সময় সফল থাকে, ওর উইকেটটা নেওয়ার কারণে আমার আত্মবিশ্বাসের লেভেলের জন্য ভালো হয়েছে। তারপরে স্মিথ, লুইস, ওরা কী করতে পারতে পারে, আমরা সবাই জানি। আমার ক্ষেত্রে তামিমের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল।’

কুমিল্লার দীর্ঘ ব্যাটিং লাইনআপ নিয়ে মাশরাফি বলেছেন, ‘কুমিল্লার ব্যাটসম্যানরা যখন আউট হচ্ছে আর একের পর এক ব্যাটসম্যান আসছে, তখন মনে হচ্ছিল আগে তো খেয়াল করিনি এত বড় ব্যাটিং অর্ডার। করলে হয়তো এত ভালো হতো না। ওদের ব্যাটিংয়ের টপ এইট যদি দেখেন, অন্য দলে যেটা হয় ৭-৮ ব্যাটিং পারে কিন্তু একেবারেই স্বীকৃত না। ওদের দলে আপনি যদি দেখেন শেষ দিকে মেহেদীও আছে। অন্য দলে সেটা অনেক আগে। আবার দশে রনি ব্যাটিংয়ে আসছে। ওদের ব্যাটিং অনেক গভীর।’

সময়মতো অনাপত্তিপত্র না আসায় রংপুরের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ক্রিস গেইল। এদিনই প্রথম মাঠে নামেন তিনি। যদিও ভালো করতে পারেননি। আউট হয়েছেন ১ রানে। তবে গেইল দলে থাকা মানেই বাড়তি সুবিধা বলে মনে করেন মাশরাফি, ‘গেইল মাঠে নামলে একটা সুবিধা আছে যে, যতক্ষণ মাঠে মাঠে একটা আশা থাকেই। এক দুই ওভারে আমাদের যেটা প্রয়োজন, সেটা আমরা টাচ করতে পারব। আর এই ফরম্যাটে গেইল অলমোস্ট কিং।’



রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়