ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নির্ভার নিউজিল্যান্ডের সামনে সাকিববিহীন বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্ভার নিউজিল্যান্ডের সামনে সাকিববিহীন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ‘সাকিববিহীন বাংলাদেশ নিউজিল্যান্ডে প্রথম জয়ের খোঁজে’- ইএসপিন ক্রিকইনফোর এমন শিরোনাম পড়ে অনেকের চোখ কপালে!

সত্যিই কি তাই? বাংলাদেশ কখনো নিউজিল্যান্ডে জেতেনি। পাঠকরা ভুল পড়ছেন না। যে নিউজিল্যান্ডকে বাংলাদেশ ওয়ানডেতে দশবার হারিয়েছে তাদের বিপক্ষে তাদের মাটিতে কোনো জয় নেই বাংলাদেশের। শুধু ওয়ানডেই নয়, টেস্ট কিংবা টি-টোয়েন্টিতেও কোনো জয় নেই টাইগারদের।

দেশের বাইরে বাংলাদেশের রেকর্ড বাজে। সব ফরম্যাট মিলিয়ে ১৯৩ ম্যাচে মাত্র ৪০ জয়। তবে দিনকে দিন সেই রেকর্ড ভালোর পথে এগিয়ে যাচ্ছে। গত বছরই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। জয়ের সেই ঘ্রাণ এখনও বাতাসে পাওয়া যায়। তাইতো নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের সন্ধানে আছে টিম বাংলাদেশ।



বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে শেষ দুই ম্যাচ। যেখানে দুটিতেই জিতেছে বাংলাদেশ, নিরপেক্ষ ভেন্যুতে। সাকিব ও মাহমুদল্লাহর বিরোচিত সেঞ্চুরিতে ২০১৭ সালে চ্যম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। এর আগে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ উড়ায় বিজয়ের পতাকা। তাইতো নিউজিল্যান্ডের মাটিতে জয় এখন সময়ের দাবি।

সম্প্রতি ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। সংক্ষিপ্ততম ফরম্যাটে ছন্দে ফিরে বেশ নির্ভার কিউইরা। তবুও শেষ দুই ম্যাচ হারের তিক্ত অভিজ্ঞতা তাদের ভোলার কথা না। এজন্য মাঠে সেরা ক্রিকেটটাই খেলতে হবে গাপটিল, ‍উইলিয়ামসনদের।



তবে সাকিব আল হাসান না থাকায় শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ। চোটের কারণে সাকিব নেই। তাকে ছাড়াই দল ভালো করতে মুখিয়ে। কিন্তু সাকিববিহীন বাংলাদেশ নির্ভার নিউজিল্যান্ডের সামনে কতোটুকু লড়াই করতে পারে সেটাই দেখার। মাশরাফি, তামিমকে ছাড়া প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেনি বাংলাদেশ। সমর্থকদের বিশ্বাস, বড় মঞ্চে চেনা রূপে ফিরবে গোটা দল।

নেপিয়ারে দুই দলের ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়