ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাহবুবুল এ খালিদ-এর বৈশাখের গান

মাহবুবুল এ খালিদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ১৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাহবুবুল এ খালিদ-এর বৈশাখের গান

অলংকরণ : শতাব্দী জাহিদ

 

ঢোল বাজাও রে

এলো রে এলো রে বৈশাখ এলো রে

পাঞ্জাবি আর ফতুয়া পরে

তোমরা বাজাও ঢোল, ঢোল বাজাও রে।

ঢোল বাজাও রে

এলো রে এলো রে বৈশাখ এলো রে॥

 

ইলিশ মাছের ঝোল আর

চিড়া দই আর মুড়ি,

নানান রকম পিঠাপুলি

খাও আর তোমরা বাজাও ঢোল,

ঢোল বাজাও রে॥

 

তাল পাখাটা হাতে আর

গালে উল্কি এঁকে

করো বৈশাখী র‌্যালি  

করো বৈশাখী র‌্যালি আর তোমরা বাজাও ঢোল

ঢোল বাজাও রে॥

 

পাতার বাঁশি কিনে তোমরা

বাজাও সুরে বেসুরে

কাগজের ঘুড্ডিটারে উড়াও আকাশে

আর তোমরা বাজাও ঢোল।

ঢোল বাজাও রে॥

 

নাগরদোলায় উঠে তোমরা

দোলো বৈশাখী দোলে

মুখে গাও বাংলা সারি আর বাজাও ঢোল

ঢোল বাজাও রে॥


দেখুন : ‘ঢোল বাজাও রে’ গানটি

 

 

নববর্ষ নববর্ষ

তোমায় স্বাগতম

ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়ে

তোমার আগমন।

স্বাগতম স্বাগতম এসো

তোমায় স্বাগতম॥

 

পুরোনো খাতা ফেলবো মুছে

লিখবো নতুন পাতা

হিসেবের অংকটা শূন্য করে

করবো হালখাতা।

দুঃখ স্মৃতি ঝেড়ে হবে

খুশির আগমন

স্বাগতম স্বাগতম এসো

তোমায় স্বাগতম॥

 

বার্তা বাণী করবো বিলি

করবো কুশল বিনিময়

আসবে রে দিন ঝঞ্ঝাবিহীন

আর হবে সুরময়।

তপ্ত রোদে মেঘের ঝিলিক

খুশির আলিঙ্গন

স্বাগতম স্বাগতম এসো

তোমায় স্বাগতম॥

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৯/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়