ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বই বিষয়ক ত্রৈমাসিক ‘এবং বই’ প্রকাশিত

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বই বিষয়ক ত্রৈমাসিক ‘এবং বই’ প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত হয়েছে বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’ এর দ্বিতীয় সংখ্যা। পত্রিকাটিতে রয়েছে প্রবন্ধ, বই আলোচনা, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ।

দ্বিতীয় সংখ্যায় যারা লিখেছেন তারা হলেন-হামিদ রায়হান, নাজিব তারেক, জাকির তালুকদার, সৈয়দ কামরুল হাসান, অঞ্জন আচার্য, জাহাঙ্গীর আলম জাহান, সৌমিত্র দস্তিদার, শাহ্ মোহাম্মদ মোশাহিদ, সাইফ বরকতুল্লাহ, ইলিয়াস বাবর ও আনওয়ার কামাল।

পত্রিকাটি পাওয়া যাচ্ছে প্রথমা, পাঠক সমাবেশ কেন্দ্র, পাঠশালা, বিদিত, কবিতা ক্যাফে, সংহতি, বেঙ্গল বই, বাতিঘর (ঢাকা), বাতিঘর (চট্টগ্রাম), বাতিঘর (সিলেট), বিদ্যাসাগর (রাজশাহী), আজাদ অঙ্গন (ময়মনসিংহ) এছাড়া ও অনলাইন বুকশপ বইমেলা ডটকম, বাংলা বইয়ের দেশ ও রকমারিতে।

পত্রিকাটি সম্পাদনা করেছেন ফয়সাল আহমেদ। প্রকাশক দ্যু প্রকাশন। এই সংখ্যার প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। দাম ৫০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়