ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফিলিপাইনে বোমা হামলায় আহত ৩২

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২৯ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিপাইনে বোমা হামলায় আহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৩২ জন আহত হয়েছেন। লেইতি প্রদেশের হিলঙ্গস শহরে একটি মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা চলাকালে বুধবার রাতে ঘরে তৈরি ওই বোমাটি মোবাইল ফোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।

 

বৃহস্পতিবার প্রাদেশিক পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জেনিজেন এনসিকো জানিয়েছেন,  আহতদের মধ্যে ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে সাত থেকে ১৫ বছরের ১০ শিশুও রয়েছে।

 

ঘটনাস্থল থেকে ৮১ মিলিমিটার কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ফোনটির মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

 

তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। পুলিশ হামলাকারীকে সনাক্তের চেষ্টা করছে বলে জানান জেনিজেন।

 

এর আগে ফিলিপাইনের দক্ষিণে আবু সায়েফসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইএসের সঙ্গে সংশ্লিষ্ট আবু সায়েফ রাজধানী ম্যানিলাসহ বিভিন্ন স্থানে এর আগে হামলা চালিয়েছে। তবে এ হামলার সঙ্গে আবু সায়েফের সংশ্লিষ্টতার প্রমাণ তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়