ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এমপি লিটনের খুনিরা অচিরেই গ্রেপ্তার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমপি লিটনের খুনিরা অচিরেই গ্রেপ্তার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে হত্যায় যে-ই জড়িত থাকুক, তাদের খুঁজে বের করা হবে। অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।’

 

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ‘এ হত্যাকাণ্ডের তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে। মনজুরুল ইসলাম লিটনের খুনিদের গ্রেপ্তারে ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দারা কাজ শুরু করেছে। সন্দেহভাজন ১৮ জনকে আটক করা হয়েছে।’

 

তিনি আরো বলেন, ‘সাংসদ হত্যার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের অচিরেই গ্রেপ্তার করা হবে। এর পর জানা যাবে কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে।’

 

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে সাহাবাজ গ্রামের নিজের বাড়িতে গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৬/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়